ইতিহাস পড়তে গেলে একটা জিনিস বারবার চোখে পড়ে নানান বিষয় নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা মত, একই ঘটনার একেক রকম ব্যাখ্যা এবং সেইসব নিয়ে তুমুল বিতর্ক। এর কারণ কী? একটু ভেবে দেখলে বোঝা যাবে যে অতীতে কী ঘটেছে, কোথায় ঘটেছে, বা কখন ঘটেছে, শুধু সেটা নির্ণয় করাই ইতিহাসবিদদের কাজ নয়; বরং বিভিন্ন ঘটনা কেন ঘটেছে, কীভাবে ঘটেছে, ও কী তার ফল তাও তাঁরা বোঝার চেষ্টা করেন। ইতিহাসবিদদের উদ্দেশ্য শুধু সার দিয়ে ঘটনা সাজিয়ে যাওয়া নয়, বরং বিভিন্ন ঘটনার পর্যালোচনা করে ঐতিহাসিক নানা প্রক্রিয়া ব্যাখ্যা করা। আর এই প্রক্রিয়া ব্যাখ্যা করতে গিয়ে একজন ইতিহাসবিদ বিভিন্ন ঘটনার মধ্যে কীভাবে যোগসূত্র স্থাপন করছেন, কীভাবে কার্যকারণ সম্পর্কের কথা ভাবছেন, কোন ঐতিহাসিক সূত্র, ভাষা বা পদ্ধতি ব্যবহার করছেন— এই সমস্ত কিছু ঠিক করে দেয় তাঁর ব্যাখ্যার ধরন। এর মধ্যে দিয়েই এক ইতিহাসবিদের দৃষ্টিভঙ্গি আরেক ইতিহাসবিদের যুক্তির থেকে আলাদা হয়ে যায়। অতীতের ঘটনা, তার বিষয়ে সেই সময়ের সূত্র, ও বর্তমানের ব্যাখ্যা— এই সব মিলে সৃষ্টি হয় ইতিহাসের।
Specification
Titel: | ইতিহাসের বিতর্ক, বিতর্কের ইতিহাস |
---|---|
Author | N/A , প্রত্যয় নাথ(Editor) , কৌস্ত্তভ মণি সেনগুপ্ত(Editor) |
Publication: | আনন্দ পাবলিশার্স |
ISBN: | 978-93-5425-010-1 |
Edition: | 2023 |
Number of Pages: | 383 |
Country: | India |
Language: | Bangla - বাংলা |