আল মাহমুদ
আল মাহমুদ জন্ম ১১ জুলাই ১৯৩৬, ব্রাহ্মণবাড়িয়ায়। ছাত্রজীবনেই লেখালেখি শুরু। ১৯৫৪ সাল থেকে ঢাকা ও কলকাতার সাময়িকীগুলোতে তাঁর কবিতা প্রকাশিত হতে থাকে। ১৯৭২-এ গণকণ্ঠ নামে দৈনিক পত্রিকা সম্পাদনা করেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক ছিলেন। বাংলা ভাষার একজন গুরুত্বপূর্ণ কবি ও ছোটগল্পকার। বেশ কয়েকটি উপন্যাস ও লিখেছেন। প্রথম কাব্যগ্রন্থ লোক লোকান্তর প্রকাশিত হয় ১৯৬৩ সালে। সবচেয়ে বেশি আলোচিত কাব্যগ্রন্থ সোনালী কাবিন( ১৯৭৩)। কবিতা, ছোটগল্প, উপন্যাস ও প্রবন্ধ - সব মিলিয়ে প্রকাশিত বইয়ের সংখ্যা ৪০ এর বেশি। ২০১০ সালে প্রথমা প্রকাশন থেকে বেরিয়েছে তাঁর কাব্যগ্রন্থ তোমার রক্তে তোমার গন্ধে। রাষ্ট্রীয় পুরস্কার একুশে পদক পেয়েছেন। পেয়েছেন বাংলা একাডেমী পুরস্কারসহ নানা সাহিত্য পুরস্কার।