আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম) আজ থেকে চৌদ্দশ বছর আগে, ৫৭০ খ্রিস্টাব্দে আরবদেশের মক্কানগরীতে জন্মগ্রহণ করেন। তখন ঐ দেশটির নাম ছিল 'জাযিরাতুল আরব'। এখন যে দেশটিকে আমরা সৌদিআরব বলি। তখন এ দেশটিরই নাম ছিল ‘জাযিরাতুল আরব’ বা আরব উপদ্বীপ। সারা আরব দেশটাই মরুভূমি আর পাহাড়-পর্বতে ভরা।প্রাচীনকালে আরবদেশে উট ও ঘােড়ায় চড়ে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করত। ব্যবসা-বাণিজ্য করত। আজ যেমন সৌদিআরবে অসংখ্য মােটরযান চলছে, হেলিকপ্টার উড়ছে। অগণিত জেট প্লেন এসে নামছে এয়ারপাের্টে, তখন এসবের কিছুই ছিল না। শুধু সারি সারি উটের কাফেলা এক শহর থেকে অন্য শহরে মানুষজন ও মালপত্র নিয়ে ধীরে ধীরে চলত।আজ থেকে চৌদ্দশ বছর আগের পৃথিবীর সব জায়গার চেহারাটাই ছিল অন্যরকম। তবু পৃথিবীর সভ্য মানুষেরা একে অন্যের খোঁজ-খবর রাখত। কিন্তু আরবের মানুষেরা এমনি এক পিছিয়ে পড়া জাতি ছিল যে তাদের কেউ চিনত না, খোঁজ-খবর রাখত না। আর আরবরাও নিজেদের গােত্রের লােকজন ছাড়া পৃথিবীর সভ্য জাতিগুলাের সাথে মেলামেশার গরজ দেখাত না। তারা নিজেদের ভেতর নিজেদের নিয়েই খুশি থাকত।বিশ্বগােলকের পূর্বদিকে পৃথিবীর ঠিক মাঝখানে আরবদেশটির অবস্থান। এর পশ্চিমে লােহিত সাগর ভূমধ্যসাগর। দক্ষিণে ভারত মহাসাগর ও আরবসাগর। উত্তর দিকে সিরিয়ার মরুভূমি। আর পূর্বদিকে পারস্য উপসাগর...
Specification
Titel:
মহানবী হযরত মুহাম্মদ : সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল মাহমুদ জন্ম ১১ জুলাই ১৯৩৬, ব্রাহ্মণবাড়িয়ায়। ছাত্রজীবনেই লেখালেখি শুরু। ১৯৫৪ সাল থেকে ঢাকা ও কলকাতার সাময়িকীগুলোতে তাঁর কবিতা প্রকাশিত হতে থাকে। ১৯৭২-এ গণকণ্ঠ নামে দৈনিক পত্রিকা সম্পাদনা করেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক ছিলেন।
বাংলা ভাষার একজন গুরুত্বপূর্ণ কবি ও ছোটগল্পকার। বেশ কয়েকটি উপন্যাস ও লিখেছেন। প্রথম কাব্যগ্রন্থ লোক লোকান্তর প্রকাশিত হয় ১৯৬৩ সালে। সবচেয়ে বেশি আলোচিত কাব্যগ্রন্থ সোনালী কাবিন( ১৯৭৩)। কবিতা, ছোটগল্প, উপন্যাস ও প্রবন্ধ - সব মিলিয়ে প্রকাশিত বইয়ের সংখ্যা ৪০ এর বেশি।
২০১০ সালে প্রথমা প্রকাশন থেকে বেরিয়েছে তাঁর কাব্যগ্রন্থ তোমার রক্তে তোমার গন্ধে। রাষ্ট্রীয় পুরস্কার একুশে পদক পেয়েছেন। পেয়েছেন বাংলা একাডেমী পুরস্কারসহ নানা সাহিত্য পুরস্কার।
Such an incredibly complex story! I had to buy it because there was a waiting list of 30+ at the local library for this book. Thrilled that I made the purchase
I read this book shortly after I got it and didn't just put it on my TBR shelf mainly because I saw it on Reese Witherspoon's bookclub September read. It was one of the best books I've read this year, and reminded me some of Kristen Hannah's The Great Alone.