রজত চক্রবর্তী
রজত চক্রবর্তীর জন্ম ১৯৫৭ সালের ২৭ মার্চ তারিখে। পেশায় প্রাক্তন সরকারি আধিকারিক। নেশায় নাট্যকর্মী। ইতিহাস, সমাজ, ভ্রমণ তাঁর গবেষণা ও আগ্রহের মূল ক্ষেত্র। ইতিহাসকে আখ্যানের সাবলীল বহমানতায় প্রকাশ করা তাঁর গদ্যরচনায় বিশেষ চরিত্র। পার্চমেন্ট থেকে প্রকাশিত রবীন্দ্রশিষ্য গৌরগোলাপ ঘোষকে কেন্দ্র করে রজতবাবুর লেখা 'গৌরপ্রাঙ্গণের গোরা' আগ্রহী পাঠক ও বিদ্বজ্জনমহলে সাড়া ফেলে দেয়। এই গ্রন্থ ও তেমনই এক ইতিহাস-ভিত্তিক প্রয়াস।