হাসনাইন খুরশেদ

সাংবাদিক। টেলিভিশন ব্যক্তিত্ব। পড়াশুনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। গণ- যোগাযোগ ও সাংবাদিকতায়। সাংবাদিকতা ও গণমাধ্যমের বন্ধুর পথে হেঁটেছেন তেত্রিশ বছর। সাংবাদিকতায় হাতে খড়ি ১৯৮৭ সালের মধ্যভাগে। পর্যায়ক্রমে পাঁচটি জাতীয় দৈনিকে এক যুগ কাজ করেছেন রিপোর্টার হিসাবে। এরপর টানা দুই দশক কাজ করেন টেলিভিশন মাধ্যমে। ১৯৯৯ সালে যোগ দেন একুশে টেলিভিশনের সূচনালগ্নের রিপোটিং বিভাগে। পর্দা- কাঁপানো এই টিভি রিপোর্টার ২০০৩ সালে চলে যান পর্দার নেপথ্যে। সামনে থেকে নেতৃত্ব দিয়ে গড়ে তোলেন এনটিভি। সামনে থেকে নেতৃত্ব দিয়ে গড়ে তোলেন চ্যানেল টোয়েন্টি ফোর। নেতৃত্বে থেকে পরিচালনা করেন আর একাধিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল। বায়ান্নে পৌঁছে শেকড়ে ফিরেছেন হাসনাইন খুরশেদ। কবি ও শিক্ষাবিদ পিতা প্ৰফেসর খুরশেদুল ইসলামের হাত ধরে কৈশোরে তার লেখালেখির শুরু। জীবনের চড়াই- উৎরাই পেরুনোর ব্যস্ততায় কেটেছে এতগুলো বছর। চার দশকের বিরতি পেরিয়ে আবার ফিরেছেন সাহিত্যের অঙ্গনে। জীবনের বাকিটা সময় ভালোবাসার এই অঙ্গনেই থাকতে চান।

Author's Books

We found 1 items for you!

Image-Description
Image-Description
Image-Description
Image-Description