আহমদ ছফা
আহমদ ছফা জন্ম ১৯৪৩ সালে ৩০ জুন চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার গাছবাড়িয়া গ্রামে। বাংলাদেশের অন্যতম সেরা লেখকদের একজন। সাহিত্যের প্রতিটি শাখায় সাফল্যের স্বাক্ষর রেখেছেন তিনি। গল্প, উপন্যাস,কবিতা, প্রবন্ধ, ইতিহাস, ভ্রমকাহিনী, অনুবাদসহ সাহিত্যের সকল ক্ষেত্রেই তাঁর অবাধ বিচরণ। সব্যসাচী বিরলপ্রজ এই লেখক একাধারে দার্শনিক এবং মানবতাবাদী। অধুনালুপ্ত দৈনিক গণকণ্ঠের উপদেষ্টা এবং সাপ্তাহিক উত্তরণ ও উত্থানপর্বের প্রধান সম্পাদক। বাংলাদেশ লেখক শিবিরের প্রতিষ্ঠাতা- সম্পাদক ছিলেন। তাঁর একাধিক রচনা অনূদিত হয়েছে বিশ্বের বিভিন্ন ভাষায়। প্রচারবিমুখ এ লেখক কখনো নাম- যশ- পুরস্কার এসবের তোয়াক্কা করেননি। সেজন্য প্রত্যাখান করেছিলেন 'বাংলাদেশ লেখক শিবির পুরস্কার' এবং 'শহীদ আখন্দ স্মৃতি পুরস্কার'। লাভ করেছেন মরণোত্তর 'একুশে পদক'। এ মনীষী লেখক ২০০১ সালের ২৮ জুলাই মৃত্যুবরণ করেন।