গোলাম মুরশিদ
জীবিকা উপার্জনের জন্য অধ্যাপনা এবং বেতার সাংবাদিকতা করলেও গোলাম মুরশিদের নেশা আগাগোড়াই গবেষণা। বৈঞ্চব পদাবলী থেকে রবীন্দ্রনাথ, বাংলা গদ্য এবং নাটকের ইতিহাস থেকে নারী জাগরণের ইতিহাস- ইত্যাদি নানা বিষয় নিয়ে লিখেছেন। সমাজমনস্ক ব্যক্তি হিশেবে লিখছেন বাংলার সমাজ- সংস্কার, স্বাধীনতা আন্দোলন ইত্যাদি বিষয় নিয়ে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত তাঁর বিদ্যাসাগর বক্তৃতামালার ওপর ভিত্তি করে রচিত রবীন্দ্রবিশ্বে পূর্ববঙ্গ পূর্ববঙ্গে রবীন্দ্রনাথ ( ১৯৮১) রবীন্দ্রমানস এবং বাঙালি মুসলিম -মানস সম্পর্কে একটি উল্লেখযোগ্য আলোচনা। RELUCTANT DEBUTANTE: RESPONSE OF BENGALI WOMEN TO MODERNIZATION (১৯৮৩) বাঙালি মহিলাদের আধুনিকতা সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচনকারী গ্রন্থ। কালান্তরে বাংলা গদ্য (১৯৯২) পুরোনো বাংলা গদ্য এবং তার বিবর্তন সম্পর্কে মৌলিক আলোচনা। আর, তাঁর আশার ছলনে ভুলি (১৯৯৫) সমালোচকদের মতে জীবনীসাহিত্যে এক নতুন মাইলফলক। কিংবদন্তীর আঁধি থেকে মুক্ত করে এ গ্রন্থে মাইকেল মধুসূদন কে তাঁর সত্যিকার স্বরূপে তুলে ধরেছেন গোলাম মুরশিদ। তাঁর সত্যনিষ্ঠ নিরলস গবেষণা বস্তুত বাংলা গবেষণার ক্ষেত্রে একটি উজ্জ্বল দৃষ্টান্ত।