গৌরী ধর্মপাল

গৌরী ধর্মপাল জন্ম ২৫ আগস্ট ১৯৩১ খ্রিষ্টাব্দে। প্রেসিডেন্সি ও স্কটিচার্চ কলেজে পড়াশুনা আই.এ.বি. এ. এবং এম. এ. পরীক্ষাতে প্রথম হয়েছিলেন। সংস্কৃত সাহিত্যে ঈশান স্কলার। বাংলা ভাষার পাশাপাশি সংস্কৃত এবং গুজরাতি সাহিত্যে ও তাঁর অসাধারণ পান্ডিত্য ছিল। তবু ছোটোদের জন্যই লিখতে বেশি ভালোবাসতেন । শিশুসাহিত্যের পাশাপাশি বহু কবিতা, প্রবন্ধ ও অনুবাদ ও করেছেন। লেডি ব্রেবোর্ন কলেজে সংস্কৃতের অধ্যাপিকা ছিলেন দীর্ঘদিন। তাঁর ছোটোদের জন্য লেখা চাঁদনি, চোদ্দপিদিম, আশ্চর্য কৌটো, ইংলে পিংলে এবং উপনিষদের গল্প বিশেষ উল্লেখযোগ্য। সংস্কৃত থেকে অনুবাদ করেছেন স্রোতোবহা মালিনী, কাদম্বরী, কঠো- পনিষদ প্রভৃতি। তাঁর বেদের ভাষা ও ছন্দ এবং পুরোনতুন বেদের কবিতা বৈদিক সাহিত্য বিষয়ে দুটি উল্লেখযোগ্য গ্রন্থ। শিশুসাহিত্যে বিদ্যাসাগর পুরস্কার ছাড়াও পেয়েছে ভুবনেশ্বরী পদক। সংস্কৃত সাহিত্যের জন্য পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার মহিলা হিসেবে পশ্চিমবঙ্গে প্রথম পেয়েছেন সাহিত্য অকাদেমীর বাল সাহিত্য অকাদেমী পুরস্কার, এ ছাড়াও অজস্র সম্মান। ২০১৪-র ২৯ শে অক্টোবর তাঁর ইহজীবনের অবসান ঘটে।

Author's Books

We found 0 items for you!