মুনতাসীর মামুন

অধ্যাপক মুনতাসীর মামুন বাংলাদেশের অগ্রগণ্য লেখক -ঐতিহাসিক। ইতিহাসবিদ হিসেবে তাঁর ব্যাপক পরিচিতির কারণ,বাংলাদেশে তিনিই একমাত্র ইতিহাসবিদ যিনি ইতিহাসকে জনমানসে প্রতিষ্ঠা করার জন্য চার দশক চেষ্টা করে গেছেন, ইতিহাস কে সাধারণ মানুষের কাছে নিয়ে গেছেন। তিনি বাংলাদেশের একমাত্র অন্যতম শিশুসাহিত্যিক,পরিচিত গল্পকার,অনুবাদক,শিল্পসমালোচক। এখন জনপ্রিয় রাজনৈতিক, ভাষ্যকার মননশীল প্রবন্ধের লেখক। বাংলাদেশে সিভিল সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ে অনন্য ভূমিকা রেখেছেন। মুনতাসীর মামুন শুধু লেখক- ইতিহাসবিদ নন, জনবুদ্ধিজীবীর বা পাবলিক ইনটেলেকচুয়ালের স্থান অর্জন করেছেন। শিশুসাহিত্যের জন্য ১৯৬৩ সালে প্রেসিডেন্ট স্বর্ণপদক পুরস্কার, সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ১৯৯২ সালে বাংলা একাডেমী পুরস্কার এবং গবেষণার জন্য ২০১১সালে লাভ করেছেন একুশে পদক।

Author's Books

We found 46 items for you!