আলীমুল হক

আলীমুল হক কবির পিতা মোজহারুল হক সাহেব বাংলাদেশ রেলওয়ে সার্ভিসে জব করতেন। মাতা মাজেদা খাতুন গৃহিনী এবং পরহেজগার মহিলা ছিলেন। চাকুরি সূত্রে পিতাকে ঢাকা, খুলনা, সান্তাহার, ঈশ্বরদী, পার্বতীপুর এবং লালমনিরহাট সহ বিভিন্ন স্থানে থাকতে হয়েছে। কবির জন্ম বগুড়া জেলার সান্তাহারে, শৈশব অতিবাহিত হয় লালমনিরহাটে। আলীমুল হক লালমনিরহাট রেলওয়ে চিলড্রেন পার্ক হাইস্কুলে ৭ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন। অতঃপর ঢাকাস্থ তেজগাঁও পলিটেকনিক সরকারী উচ্চ বিদ্যালয় হতে এসএসসি, ঢাকা সিটি কলেজ হতে এইচএসসি এবং পরিশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও সমাজ কল্যাণে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।

Author's Books

We found 1 items for you!