এম আর আখতার মুকুল

বাংলাদেশের সাংস্কৃতিক জগতে এম আর আখতার মুকুল এক অতি পরিচিত নাম। তিনি একাধারে লেখক, সাংবাদিক, কলামিস্ট ও মুক্তিযোদ্ধা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের চরমপত্রের লেখক,কথক ও পরিচালক হিসাবে তিনি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে অমর হয়ে আছেন। ১৯৩০ সালে তিনি বগুড়ায় জন্ম গ্রহণ করেন। জনাব মুকুল ছাত্র বয়স থেকেই রাজনীতিতে জড়িয়ে পড়েন। ৫২'র ভাষা আন্দোলনে ও তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন। সাংবাদিকতা দিয়ে তিনি তার কর্মজীবন শুরু করলেও বাংলাদেশ স্বাধীন হবার পর তিনি সরকারি চাকরিতে যোগদান করেন এবং ১৯৮৭ সালে অবসর গ্রহণ করেন। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ৩৫- এর মধ্যে আমি বিজয় দেখেছি, কোলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবী, চরমপত্র, লন্ডনে ছক্কু মিয়া, শতাব্দীর কান্নাহাসি উল্লেখযোগ্য। ২০০১ সালে বাংলাদেশ সরকার সাংবাদিকতার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এম আর আখতার মুকুলকে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান 'স্বাধীনতা পুরস্কার'-এ ভূষিত করে। ২০০৪ সালে এম আর আখতার মুকুল ঢাকায় মৃত্যুবরণ করেন।

Author's Books

We found 2 items for you!