সৈয়দ আবুল মকসুদ

সৈয়দ আবুল মকসুদ জন্ম ১৯৪৬ সালের ২৩ অক্টোবর, মানিকগঞ্জে। তিনি বাংলাদেশের প্রধান লেখকদের একজন। কবিতা, ছোটগল্প,প্রবন্ধ,ভ্রমণকাহিনি, সমালোচনা, গবেষণা, জীবনী, জার্নালসহ বিভিন্ন বিষয়ে তাঁর গ্রন্থাবলির সংখ্যা ৩৫-এর বেশি। সমাজ, রাজনীতি, ইতিহাস,দর্শন প্রভৃতি তাঁর রচনার উপজীব্য। তিনি বাংলাদেশের জনপ্রিয় কলাম লেখক। মওলানা ভাসানীর পূর্ণাঙ্গ জীবনীকার এবং ভাসানী-বিষয়ক পাঁচটি বইয়ের প্রণেতা তিনি। বাংলাদেশে গান্ধী-গবেষণার পথিকৃৎ।গান্ধী ও রবীন্দ্রনাথ সম্পর্কে তাঁর গ্রন্থের সংখ্যা ৮। তিনি ঢাকায় 'মহাত্না গান্ধী স্মারক সদন' এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। সৈয়দ আবুল মকসুদ পরিবেশ রক্ষা ও সামাজিক আন্দোলনের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব। বাংলা একাডেমি পুরস্কার,ভারতের মহাত্না গান্ধী মেমোরিয়াল অ্যাওয়ার্ডসহ বহু পদক, পুরস্কার ও সম্মানে ভূষিত।

Author's Books

We found 9 items for you!