পি সি সরকার জুনিয়র

পি সি সরকার জুনিয়র জন্ম ৩১ শে জুলাই ১৯৪৬। এম.এসসি,পি.এইচ. ডি। বাবা প্রতুলচন্দ্র সরকার (পি. সি. সরকার ) ভারতীয় জাদুবিদ্যাকে 'ইন্দ্রজাল'- এর মোড়কে প্রথম প্রতিষ্ঠা করেন বিশ্বের দরবারে। বাবার গুনগ্রাহী প্রদীপের আবাল্যের স্বপ্ন, তিনি এগিয়ে নিয়ে যাবেন এই ইন্দ্রজাল- স্রোত। সেই সুযোগ এল মর্মস্পর্শী বিয়োগব্যথ্যার পথ বেয়ে। জাপানে ইন্দ্রজাল প্রদর্শনের সময় সহসা ম্যাসিভ হার্ট অ্যাটাকে চোখ বুঁজলেন পি. সি. সরকার। আন্তজার্তিক মঞ্চে অভিষেক ঘটল তরুণ প্রদীপচন্দ্রের, পি. সি. সরকার জুনিয়র নামে। তারপর ?.... সাফল্যের বিস্ময়কর প্রতিচ্ছবি। বাবার যেখানে শেষ, জুনিয়রের সেখান থেকেই শুরু এবং প্ৰবাদপ্রমিত জাদুব্যক্তিত্ব হিসাবে প্রতিষ্ঠিত। কিন্তু তাঁর অনেক গুনগ্রাহী জানেন না, কী অপূর্ব মুনসিয়ানায় তিনি স্বাদু গদ্য লেখেন- রম্যরচনা, হাসির গল্প, সায়েন্স ফিকশন ....। তাঁর বহুমুখী প্রতিভার নির্দশন 'প্রদীপের পাঁচালি'।

Author's Books

We found 2 items for you!