মনিরুল খান
পুরো নাম মোহাম্মদ মনিরুল হাসান খান। জন্ম ১৯৭৪, টাঙ্গাইলে। বাবা সাদত আলী খান। তরুণ বয়স থেকে মনিরুল খান নিজেকে নিয়োজিত করেন বন্য প্রাণী গবেষণা ও সংরক্ষণ কার্যক্রমে। সঙ্গে শুরু হয় বন্য প্রাণীর ছবি তোলা। ২০০৪ সালে যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে সুন্দরবনের বাঘের ওপর গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। দেশে ফিরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। সেই সঙ্গে সুন্দরবনের বাঘের ওপর ও গবেষণা চালিয়ে যান। বর্তমানে তিনি তার বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত। বন্য প্রাণী- সম্পর্কিত বেশ কিছু বই ও প্রবন্ধ লিখেছেন তিনি। কাজের স্বীকৃতিস্বরূপ ২০১৫ সালে 'জাতীয় বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন' পেয়েছেন।