বিপ্রদাশ বড়ুয়া

বিপ্রদাশ বড়ুয়া জন্ম ২০শে সেপ্টেম্বর ১৯৪০ চট্টগ্রামের ইচ্ছামতী গ্রামে। পড়াশোনা ইচ্ছামতী, রাঙামাটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তাঁর দেখা জগৎ আমাদের এত অচেনা দৃষ্টি ও দৃশ্যপ্রকৃতি এত অনুভূতিময় যে বাংলার নিসর্গ তাঁর কলমে বর্ণগন্ধচিত্ররূপ হয়ে ওঠে। নিসর্গ সম্ভোগের এই ধারা ও হয়ে উঠেছে অনুস্থতি; আবার একই সঙ্গে ভূগোল- ইতিহাস বৃত্তান্ত ও। তাঁর চোখে অরণ্য, নদী , সমুদ্র ও বনমর্মর ভূমির হাসি- কান্না এতে দৃষ্টিগ্রাহ্য হয়ে ওঠে। স্বপ্নময় হয়ে ধরা পড়ে, কান্না হয়ে ঝরে যায়, বাস্তবতার আলেখ্য ছত্রে ছত্রে দৃশ্যকাব্য হয়ে ওঠে। এই নুতুন ধারায় রচিত বইয়ের সংখ্যা ২২টি। বাংলার আনাচ- কানাচ উঠে আসে প্রকৃতির জীবন্ত শব্দগন্ধচিত্রমালা হয়ে। এই নবধারায় বইয়ের সংখ্যা ২২টি। ১৯৯৫ সালে বাংলা একাডেমি থেকে গাছপালা তরুলতা বই প্রকাশের মধ্য দিয়ে এর সূচনা। বাংলার নিসর্গ নিসর্গের খোঁজে, বিপন্ন বাংলাদেশ ও বন্ধু বৃক্ষ, নিসর্গের নিবিড় সান্নিধ্যে হয়ে শেষতম বইটির নাম গৃহসজ্জার ৬০ টবসুন্দর বইটি প্রকাশিত ২০১৫ সালে। শিশুদের জন্য প্রকৃতি- বিষয়ক বই ৮ টি। গল্প, উপন্যাস, মুক্তিযুদ্ধ ও শিশুতোষ বই মিলে সার্ধ শতাধিক। সাদা কফিন, নদীর নাম গণতন্ত্র,শ্রামণ গৌতম, সমুদ্রচর ও বিদ্রোহীরা, ইয়াসমিন, অশ্রু ও আগুনের নদী, কালোনদী বাঙলা সাহিত্যে ভিন্নমাত্রা যোগ করে। বাংলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার পেয়েছেন। সাহিত্যে বিশেষ অবদানের জন্য ২০১৪সালে 'একুশে পদকে' ভূষিত।

Author's Books

We found 15 items for you!