অদ্বৈত মল্লবর্মণ
অদ্বৈত মল্লবর্মণ জন্ম ১৯১৪ সালের ১ জানুয়ারি ; ব্রাহ্মণবাড়িয়া জেলার ( সে সময়ে কুমিল্লা জেলা ) গৌকর্ণ গ্রামের এক মৎসজীবী পরিবারে। পিতা অধরচন্দ্র মল্লবর্মণ। মাতার নাম জানা যায় না। শৈশবেই মাতৃপিতৃহীন। ১৯৩৩ সালে ব্রাহ্মণবাড়িয়া অন্নদা হাইস্কুল থেকে ম্যাট্রিকুলেশনে উর্ত্তীর্ণ হন। কিন্তু অর্থসংকটে কলেজে না পড়ে কলকাতায় এসে ত্রিপুরা পত্রিকায় কর্মজীবন শুরু করেন। এরপর যোগ দেন নবশক্তি পত্রিকায়। তারপর সহকারী সম্পাদক হিসেবে কাজ করেন দেশ, মাসিক, মোহাম্মদী, নবযুগ, আজাদ, কৃষক ইত্যাদি পত্রিকায়। পরে যুক্ত হন বিশ্বভারতীর সঙ্গে। অকৃতদার এই মানুষটি তাঁর অক্লান্ত পরিশ্রমে যা উপার্জন করেন, তাঁর সিংহভাগই ব্যয় করতেন দুস্থ পরিচিতজনের মধ্যে। মৃত্যু ১৬ এপ্রিল, ১৯৫১। অন্যান্য রচনা: শাদা হাওয়া, সাগরতীর্থে, নাটকীয়, রাঙামাটি, দল বেঁধে প্রভৃতি। অনুবাদ রচনা: আরভিং স্টোনের উপন্যাস লাষ্ট ফর লাইফ-এর বাংলা অনুবাদ জীবন- তৃষা।