মোস্তফা কামাল

মোস্তফা কামালের জন্ম বাংলাদেশের বরিশালের আন্ধারমানিক গ্রামে। সেখানেই কাটে কৈশোর ও শৈশব। এরপর ঢাকার বাসিন্দা। উচ্চশিক্ষা ইংরেজি সাহিত্য ও রাষ্ট্রবিজ্ঞানে। ১৯৮৪ সালে লেখালেখি শুরু। সাহিত্যের প্রায় সব শাখাতেই তাঁর বিচরণ। পেশায় সাংবাদিক। গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন 'সংবাদ', 'প্রথম আলো' ও 'কালের কণ্ঠ' পত্রিকায়। বর্তমানে 'কালের কণ্ঠ'-র ভারপ্রাপ্ত সম্পাদক। সাংবাদিক হিসেবে কভার করেছেন আফগানিস্তানের যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি, নেপালের রাজতন্ত্রবিরোধী গণঅভ্যুত্থান, পাকিস্তানে বেনজির ভুট্টো হত্যাকান্ড, শ্রীলঙ্কায় তামিল গেরিলা সংকট। পেশাগত কারণে সফর করেছেন পৃথিবীর বিভিন্ন দেশ। অংশ নিয়েছেন দেশ-বিদেশের অজস্র সম্মেলন, সেমিনার, কর্মশালায়। শতাধিক গ্রন্থ প্রকাশিত। 'জননী', 'অগ্নিকন্যা', 'অগ্নিপুরুষ', 'অগ্নিমানুষ', 'জনক জননীর গল্প' সহ অনেকে উপন্যাস লিখেছেন। প্রকাশিত হয়েছে তিনটি উপন্যাসের ইংরেজি সংকলন 'থ্রি নভেলস' এবং 'জননী' উপন্যাসের ইংরেজি সংস্করণ 'দ্য মাদার'।

Author's Books

We found 1 items for you!