সৈয়দ আবদাল আহমদ

সৈয়দ আবদাল আহমদ পেশায় সাংবাদিক। জন্ম ১৯৬২ সালের ২৮ নভেম্বর, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরের নাজিরপুর গ্রামে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্দ্যালয় থেকে রসায়নে বিএসসি অনার্স ও এমএসসি ডিগ্রি লাভ করেন। ১৯৮২ সালে দৈনিক বাংলায় বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করে এ পত্রিকায় ১৯৯৭সাল পর্যন্ত বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। কাজ করেছেন বাসস, দৈনিক জনকন্ঠ, দৈনিক আমার দেশ, দৈনিক দিনকাল, সাপ্তাহিক বিচিত্রাসহ বিভিন্ন পত্রিকায়। অনুসন্ধানী রিপোর্টের জন্য ফিলিপস পুরস্কার ও এসকাপ- এফিইজেবি পুরস্কারে ভূষিত হন। ২০১১-২০১৫ সময়ে দু' মেয়াদে টানা পাঁচ বছর জাতীয় প্রেসক্লাবের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমান কিশোর মাসিক টুনটুনির ভারপ্রাপ্ত সম্পাদক এবং জাতীয় দৈনিকের নিয়মিত কলাম লেখক। এ গ্রন্থ ছাড়াও চিরকালের ছড়া কবিতা, নবীজী (সা.), গণতন্ত্রের সংগ্রাম,জলচর আদুরে প্রাণী ডলফিন, পাঁচটি গণ আন্দোলন, প্যারিস আইফেল টাওয়ার মোনলিসা, বিজয় ও স্বাধীনতা, টুনটুনির গল্পসহ বিভিন্ন বিষয়ে বিশটি বই প্রকাশিত হয়েছে।

Author's Books

We found 1 items for you!