অমৃতা পারভেজ

অমৃতা পারভেজের জন্ম ১৯৮১ সালের ১৪ ফেব্রুয়ারি, দিনাজপুর শহরে। শৈশব কেটেছে এই শহরেই। উদীচী শিল্পীগোষ্ঠী দিনাজপুর শাখার পথচলা শুরু হয় তাদের বাড়ি 'আনন্দ নিকেতনে'। সেখানেই রবীন্দ্র, নজরুল ও শাস্ত্রীয় সংগীতে হাতেখড়ি। উচ্চমাধ্যমিকের গন্ডি পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। সাংবাদিকতায় হাতেখড়ি ২০০৬ সালে বাংলাভিশনে। এরপর মাছরাঙা টেলিভিশনে সংবাদ ও ক্রীড়া অনুষ্ঠানে উপস্থাপক ও সহসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেতে সম্পাদক ও উপস্থাপক হিসেবে যোগ দেন। বর্তমানে সেখানেই কর্মরত। ঘুরতে, বই পড়তে, গান গাইতে ও শুনতে এবং সিনেমা দেখতে ভালোবাসেন। পাশাপাশি লেখালেখি করেন।

Author's Books

We found 2 items for you!