একাত্তরের মুক্তিযুদ্ধ বাঙালির জীবনে আনন্দ-বেদনার এক আবেগঘন ঘটনা। আনন্দের কারণ স্বাধীন বাংলাদেশ অর্জন। বেদনা লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে এ অর্জন। সেইসঙ্গে কয়েক লক্ষ বাঙালি নারীর যন্ত্রণা ও আত্মদান। মুক্তিযুদ্ধ নিয়ে লেখার কমতি নেই। কবিতা, গল্প, প্রবন্ধ, ইতিহাস। প্রত্যেক বাঙালির পক্ষে অবশ্যকর্তব্য মুক্তিযুদ্ধের আদর্শ চেতনায় ধারণ ও লালন করা। একই কথা খাটে একুশের চেতনা সম্পর্কে। সমাজ ও রাষ্ট্রের প্রতি কর্তব্য পালনের জন্য প্রয়োজন বাঙালিমাত্রেরই এ আদর্শ চেতনায় ধারণ করা । ছোটদের উপযোগী করে এ বইটি লেখার উদ্দেশ্য যাতে মুক্তিযুদ্ধ সম্পর্কে ছোটরা মোটামুটি বিস্তারিত জানতে পারে। বুঝতে পারে এর তাৎপর্য। দেশ-সমাজের দায় সম্পর্কে যাতে তাদের মনে স্পষ্ট ধারণা জন্মে। ছোট বন্ধুরা বইটি পড়ে মুক্তিযুদ্ধ সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করবে, এমনটাই আমাদের আশা।
প্রাবন্ধিক, কবি ও কলামিস্ট হিসেবে খ্যাত আহমদ রফিক (জন্ম ১৯২৯) ছাত্রজীবন থেকেই সাহিত্য-সংস্কৃতি ও রাজনীতির আকর্ষণে সমভাবে আলোড়িত ছিলেন । তিনি বায়ান্নর ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক। প্রগতিশীল রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার কারণে তাঁর শিক্ষাজীবন বিপর্যস্ত হয়েছে। পেশাগতভাবে শিল্প-ব্যবস্থাপনার সঙ্গে একদা যুক্ত থাকা সত্ত্বেও মননের চর্চাতেই তিনি অধিক সমর্পিত । একাধিক সাহিত্য ও বিজ্ঞান পত্রিকার সম্পাদনা প্রকাশনা ছাড়াও সক্রিয় রয়েছেন বিভিন্ন সামাজিক কর্মযজ্ঞে । রবীন্দ্রচর্চা কেন্দ্র ট্রাস্টের তিনি প্রতিষ্ঠাতা এবং বাংলা একাডেমি ও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ফেলো । তাঁর উল্লেখযোগ্য প্রবন্ধগুলোর মধ্যে রয়েছে- শিল্প সংস্কৃতির জীবন (১৯৫৮), আরেক কালান্তর (১৯৭৭), বুদ্ধিজীবীর সংস্কৃতি (১৯৮৬), ভাষা আন্দোলন: ইতিহাস ও তাৎপর্য (১৯৯১), রবীন্দ্রনাথের চিত্রশিল্প (১৯৯৬), জাতিসত্তার আত্মঅন্বেষা (১৯৯৭), রবীন্দ্রভুভন পতিসর (১৯৯৮), জীবনানন্দ: কবি, প্রেমক ও গৃহী (২০১৮), বাংলাদেশ: জাতীয়তা ও জাতিরাষ্ট্রের সমস্যা (২০০০), একাত্তরে পাক বর্বরতার সংবাদভাষ্য (২০০১), কবিতা-আধুনিকতা ও বাংলাদেশের কবিতা (২০০১), মৃত্যুহীন বিপ্লবী চে গুয়েভারা (২০১১), বাঙালির স্বাধীনতা যুদ্ধ (২০১২), দেশবিভাগ, ফিরে দেখা, বাংলাদেশ রাজনীতির কথা (২০২১) ইত্যাদি এছাড়া রয়েছে নির্বাসিত নায়ক (১৯৬৬), বাউল মাটিতে মন (১৯৭০), রক্তের নিসর্গে স্বদেশ (১৯৭৯), বিপ্লব ফেরারী, তবু (১৯৮৯)সহ ১০টি কাব্যগ্রন্থ ।
তিনি ১৯৭৯ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ১৯৯২ সালে অলক্ত সাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার, একুশে পদক আর কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউট থেকে পেয়েছেন রবীন্দ্রতত্ত্বাচার্য' উপাধি ও বাংলাদেশ রবীন্দ্র পুরস্কার (১৪১৮)সহ শতাধিক সম্মাননা পদক।
Such an incredibly complex story! I had to buy it because there was a waiting list of 30+ at the local library for this book. Thrilled that I made the purchase
I read this book shortly after I got it and didn't just put it on my TBR shelf mainly because I saw it on Reese Witherspoon's bookclub September read. It was one of the best books I've read this year, and reminded me some of Kristen Hannah's The Great Alone.