সুরাইয়া খানমের জন্ম ১৩ মে ১৯৪৪, যশোরে। পিতা মো. বজলুর রহমান খান। মাতা শওকত আরা খানম। শৈশবেই বরিশালের গ্রামীণ প্রকৃতির সান্নিধ্যে অঙ্ককষার খাতায় কবিতা লিখে অভিভাবকদের বকা খেয়েছিলেন। ওখানেই স্কুলের পাঠ। পরে করাচি বিশ্ববিদ্যালয়ে। ইংরেজি সাহিত্যে স্নাতক পড়তে পড়তে কমনওয়েলথ স্কলারশিপে লন্ডনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গমন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পক্ষে প্রবাদে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। ১৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পর লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে বাঙালিদের বিজয় অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের দায়িত্ব পালন করেছিলেন। ষাটের দশকের শেষে আত্মপ্রকাশ করেন স্বকীয়তামন্ডিত ছন্দ ও দেশজ সাধারণ কথামালায় জীবনবোধের কবিতা লিখে।১৯৭৩ সালে দেশে ফিরে সুরাইয়া খানম নতুন জীবনবোধ ও নন্দনতত্ত্বের সম্মিলন ঘটিয়ে স্বকীয় স্বাদের কবিতা লিখে সুখ্যাতি অর্জন করেন। ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। একইসঙ্গে তিনি শামসুন্নাহার হলের হাউজ টিউটর ছিলেন। বিচিত্রা, সন্ধানী, সমকাল, রোববার, স্বকীয়তা, সাম্প্রতিক, কৌসুমী প্রভৃতির পাতায় তাঁর কবিতা ছাপা হতে শুরু করে। পাশাপাশি তিনি অভিনয় ও মঞ্চে কবিতা পড়ে জননন্দিত হন।সুরাইয়া খানম ১৯৮২ সালে যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট বৃত্তি নিয়ে অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে এমএ ও পিএইচডি ডিগ্রি লাভ করে সেখানকার এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদে অধিষ্ঠিত হন। ২০০৬ সালের ২৬ মে মৃত্যুবরণ করেন ।বাবা-মায়ের আট সন্তানের একজন সুরাইয়া খানম। বড়ো বোন কথাশিল্পী দিলারা হাশেম, ছোটো বোন নাট্যশিল্পী দিলশাদ খানম। তাঁর এক পুত্র ও এক কন্যা সৈয়দ ফারাজ ও সৈয়দা সালিনা খানম।
Specification
Titel: | সুরাইয়া খানমের গ্রন্থিত-অগ্রন্থিত কবিতা |
---|---|
Author | ইসরাইল খান |
Publication: | জার্নিম্যান বুকস |
ISBN: | 9789849723059 |
Edition: | 1st Edition, 2023 |
Number of Pages: | 148 |
Country: | Bangladesh |
Language: | Bangla - বাংলা |