অন্য বাংলা উচ্চারণ অভিধানের সঙ্গে এই অভিধানের তফাত চোখ এড়িয়ে যাবার মতো নয়। ভূমিকায় উচ্চারণের নিয়মগুলি সাজিয়ে দেওয়া হয়েছে, যা আর কোনও অভিধানে এ ভাবে নেই। এ ছাড়া, সম্পূর্ণ বাংলা বর্ণে, দল বা সিলেবল ভাগ করে উচ্চারণ দেখানো আর কোনও অভিধানে হয়নি। ভাষাবিজ্ঞানী লেখক দেখিয়েছেন যে, তা সম্ভব। অভিনেতা, গায়ক, আবৃত্তিকার শুধু নয়, সাধারণ বাঙালিরও কাজে লাগবে এ বই, কারণ স্পষ্ট আর আত্মবিশ্বাসী উচ্চারণ সাফল্যের একটি বড় ধাপ। উপভাষা অঞ্চলের বাংলাভাষীদের যেমন, তেমনই অন্য ভাষা থেকে বাংলা শিখতে-আসা মানুষদের কাছে এ বইটি মূল্য বলে বোঝানোর দরকার নেই।
Such an incredibly complex story! I had to buy it because there was a waiting list of 30+ at the local library for this book. Thrilled that I made the purchase
I read this book shortly after I got it and didn't just put it on my TBR shelf mainly because I saw it on Reese Witherspoon's bookclub September read. It was one of the best books I've read this year, and reminded me some of Kristen Hannah's The Great Alone.