বাংলার শেষ স্বাধীন নবাব হিসেবে সিরাজউদ্দৌলা বাংলার ঘরে ঘরে একটি পরিচিত নাম। নবাব আলীবর্দি খানের দৌহিত্র সিরাজউদ্দৌলা মাত্র তেইশ বছর বয়সে বাংলার মসনদে বসেন। এর আগে তিনি নবাবের নৌবাহিনীর প্রধান হিসেবে ঢাকায় কর্মরত ছিলেন। সিরাজ সিংহাসনে বসেই ইংরেজ ও প্রভাবশালী আত্মীয়দের বিরোধিতার সম্মুখীন হন। নবাবের ক্ষমতারোহণ ছিল মুর্শিদাবাদের শাসকশ্রেণীর প্রভাবশালী অংশের জন্য হুমকিস্বরূপ। আলীবর্দি খানের সময় এই গোষ্ঠী বৈধ অবৈধভাবে ধন-সম্পদ কুক্ষিগত করেছিল। তারা সিরাজকে তাদের জন্য বিপজ্জনক মনে করল। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে দেশীয় এই চক্র ষড়যন্ত্র করে নবাবকে যুদ্ধে জড়ায় এবং শেষ অবধি তাঁকে হত্যা করে। সিরাজউদ্দৌলা শেষ পর্যন্ত স্বদেশের সাথে বিশ্বাসঘাতকতা করেন নি। দেশের স্বার্থ বিকিয়ে দেন নি। তাই মানুষের মনে তিনি উচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত।
Specification
Titel: | সিরাজউদ্দৌলা |
---|---|
Author | সৈয়দ নজমুল আবদাল |
Publication: | পাঞ্জেরী পাবলিকেশন্স লি. |
ISBN: | 9789846340761 |
Edition: | ৩য় প্রকাশ জানুয়ারি ২০২০ |
Number of Pages: | 24 |
Country: | Bangladesh |
Language: | Bangla - বাংলা |