স্যার সিরিল র্যাডক্লিফ দিল্লিতে বসে অবিভক্ত ভারতবর্ষের মানচিত্রের ওপর রেখা টেনে বৃহৎ বঙ্গ ভেঙে যে সীমান্ত বা বর্ডারের জন্ম দিলেন, তা বাঙালির চিরায়ত বা ঐতিহ্যবাহী যাপিত জীবনকে মুহূর্তে ছিন্নভিন্ন করে দিল। জন্ম হল লক্ষ লক্ষ দেশান্তরীদের হাহাকারের ট্রাজিক ইতিহাস। সব হারানোর যন্ত্রণায় দগ্ধ হওয়া একটা জাতি পঁচাত্তরটা বছর পার করে আজও সত্যিই কি আত্মবিস্মৃত? যে সীমারেখার কারণে এক লহমায় বাঙালির ভিটেমাটি, সত্তা, অস্তিত্ব ছিন্নভিন্ন হয়ে গেল, তার হিসেব মেলাতে বসলে বিস্মিত হতে হয়! সেই 'বঙ্গসীমান্ত' শুধুই কি কাঁটাতার? শুধুই কি অবিশ্বাস? রহস্যময় সীমান্তে জড়িয়ে থাকে যে সব অনুচ্চারিত উপাখ্যান বা অব্যক্ত কথকতা, ধূসরতা, রক্ত ও দীর্ঘশ্বাস, তারই সন্ধান করা হয়েছে এই গ্রন্থে। বর্ডার মননের গভীরে যে স্তর, তা আজও প্রায় অনাবিষ্কৃত। পঁচাত্তরের জটিল গতিপ্রবাহে কেমন ছিলেন ও আছেন প্রান্তিক সীমান্তবাসীরা? সীমান্ত সংকটের গতিপ্রকৃতি দু' দেশের সম্পর্কে কতটা প্রভাব ফেলেছে? খোঁজা হয়েছে সে সবের চিত্র। র্যাডক্লিফ লাইনের ত্রুটির কারণে উত্তরকালে জন্ম হওয়া বিচিত্র সব সংকটের চালচিত্র তুলে ধরা হল এখানে। বিশেষত, সীমান্তে জড়িয়ে থাকা জটিল রাজনীতি, কূটনৈতিক টানাপড়েন, দেশহারাদের দীর্ঘশ্বাস, সীমান্তবাসীদের জীবন যন্ত্রণার মহা-আখ্যানই এই গ্রন্থের অভিমুখ।
Specification
Titel: | দেশভাগে বঙ্গ-সীমান্ত |
---|---|
Author | রাজর্ষি বিশ্বাস |
Publication: | গাঙচিল |
ISBN: | 978-81-959196-3-5 |
Edition: | 2023 |
Number of Pages: | 271 |
Country: | India |
Language: | Bangla - বাংলা |