গল্প বলা এবং গল্প শোনা দুইয়ের প্রতি আকর্ষণ মানুষের সহজাত। আর এবিষয়ে ভারতীয়দের তো জুড়ি মেলা ভার। প্রাচীনকাল থেকেই এদেশের মানুষ লিখতে নয়, বলতে ও শুনতে ভালোবাসে। তাই বেদ লেখা হয় না। প্রজন্মের পর প্রজন্ম ধরে তা স্মৃতিবাহিত হতে থাকে। আর যা কিছু রচিত হয় তার মধ্যেও সবকিছু ছাপিয়ে বড় হয়ে উঠেছে কথনের ঢং। বাংলা সাহিত্য এই ঐতিহ্যের বিশ্বস্ত শরিক। এখানে গ্রামে গ্রামে এই সেদিনও ছিল চণ্ডীমণ্ডপ। সেখানে কথক ঠাকুর গল্প বলতেন আর শ্রোতারদল উৎকর্ণ হয়ে শুনত। সেই সূত্রে মধ্যযুগের বাংলা সাহিত্যে কথকতার ছাপ পড়েছে। এই ঐতিহ্যেরই ধারক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। তিনি পাশ্চাত্য গল্পশৈলীকে দূরে ঠেলে মৌখিক সাহিত্যের ধারাটিকে আপন করে নিয়েছেন। সেখানে প্রতি পদে আছে কুহকের বিস্তার। সেই কুহকজালে বাস্তব মোহময়, তীক্ষ্ণ হয়ে উঠেছে। একেই তো কার্পেন্থিয়ার, রুশদিরা ম্যাজিক রিয়েলিজম বলেন!
Specification
Titel: | ত্রৈলোক্যনাথের গল্প |
---|---|
Author | সঞ্জীব দাস |
Publication: | পারুলবই |
ISBN: | 978-9393-501295 |
Edition: | 2023 |
Number of Pages: | 260 |
Country: | India |
Language: | Bangla - বাংলা |