বাংলা একাডেমির ঐতিহাসিক বর্ধমান হাউসে নজরুলের আগমন ও অবস্থানের কথা এতকাল জানা ছিল আমাদের। ধীমান গবেষক শামসুজ্জামান খানের অনুসন্ধিৎসা এবার প্রমাণ করল এই ভবনে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছেন দু'বার। রবীন্দ্রনাথের পূর্ববঙ্গ-সংসর্গের ইতিহাসে এই তথ্য যেমন নতুনতর সংযোজন তেমনি গ্রন্থভুক্ত অন্যান্য প্রবন্ধ-নিবন্ধেও রয়েছে বিচিত্র সব বিষয়ের মিলিত উদ্ভাসন। এ বইয়ে বাঙালির সমাজ, সংস্কৃতি ও রাষ্ট্রচিন্তার মতো গভীর প্রসঙ্গ থেকে বাঙালির বাড়ি ফেরা বা ফুটবল উন্মাদনার মতো অনুষঙ্গ যুক্ত হয়ে আমাদের জন্য সৃষ্টি করে বিস্তৃত পাঠ-পরিসর। এর বিশেষ তাৎপর্যের দিক তিন বঙ্গীয় ভূমিকন্যা- ফজিলাতুন্নেছা মুজিব, নূরজাহান মুরশিদ ও শেখ হাসিনার জীবন ও কর্মসামগ্র্যে আলোকপাত। 'বাঙালি সমাজ সংস্কৃতি ও রাষ্ট্রচিন্তা' শীর্ষক আবুল ফজল স্মারক বক্তৃতায় শামসুজ্জামান খান যে ধর্মনিরপেক্ষ, জেন্ডার-সমতাবাদী, আধুনিক, যুক্তিবিচারিক বাঙালি সমাজ ও রাষ্ট্রস্বপ্নের কথা বলেছেন তারই প্রায়োগিক রূপ আমরা আলোচিত তিন কৃতী নারীর জীবন ও কর্মে লক্ষ্য করি। সাহিত্যিক আলোচনাতেও ঋদ্ধ বর্তমান বই। সিন্ধুর লোককবি শাহ আবদুল লতিফ ভিটাইয়ের কবিতা থেকে হুমায়ূন আহমেদের গল্প-উপন্যাস, মুনতাসীর মামুনের নগর-গবেষণা থেকে হুমায়ুন আজাদের প্রগতিশীল অঙ্গীকার- এসবই বইটির বৈচিত্র্যে যুক্ত করেছে নানাবরণ বিভা। তবে সব প্রবন্ধেই কোনো না কোনোভাবে ধ্বনিত হয়েছে বাংলা, বাঙালিত্ব এবং বাংলাদেশের কথা- পাঠকের চেতনালোকে যা নিঃসন্দেহে দীপ্তি ছড়িয়ে যাবে।
Specification
Titel: | বর্ধমান হাউসে রবীন্দ্রনাথ ও অন্যান্য প্রবন্ধ |
---|---|
Author | শামসুজ্জামান খান |
Publication: | সময় প্রকাশন |
ISBN: | 978-984-91798-7-0 |
Edition: | 2016 |
Number of Pages: | 135 |
Country: | Bangladesh |
Language: | Bangla - বাংলা |