দূর অতীতে বাংলাদেশে বিকাশিত হয়েছিল অতি উন্নত নগর সভ্যতা। খ্রিস্ট জন্যেরও কয়েকশো বছর আগে থেকে শুরু করে মৌর্যযুগ, শুঙ্গযুগ, গুপ্তযুগ, পালযুগ ও সেনযুগের নগর মহানগর-বিশ্ববিদ্যালয়, ধর্মকেন্দ্র প্রভৃতির ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে দেশের নানান প্রান্তে। হারানো দিনের সভ্যতা নিদর্শনের সন্ধানে দেশের প্রত্যন্ত এলাকায় নিরবচ্ছিন্নভাবে দশকের পর দশক ধরে ঘুরে বেড়িয়েছেন খন্দকার মাহমুদুল হাসান। একান্ত ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত এই প্রত্নসন্ধানী তৎপরতার ফলাফল খুবই চিত্তাকর্ষক। প্রাচীন বাংলার পথ থেকে পথে ঘুরে ঘুরে তিনি আবিষ্কার করেছেন বিপুল সংখ্যক বিলুপ্ত নগরী। নিভৃত এলাকায় অবস্থিত প্রত্নস্থলগুলোতে সশরীরে গিয়ে নিজ চোখে যা দেখেছেন তার বর্ণনা তিনি দিয়েছেন মোহনীয় ভাষায়।একেবারে গল্প বলার ভঙ্গীতে তিনি বর্ণনা করেছেন জটিল এবং কঠিন সব বিষয়। জাদুকরী সাহিত্যিক ভাষার জাদুতে মুগ্ধ করেন তিনি পাঠক হৃদয়। মোহিত পাঠকও মন্ত্র মুগ্ধের মতো নিজের অজান্তেই লেখকের সাথে সাথে হাঁটতে থাকেন প্রাচীন বাংলার পথ থেকে পথে। এছাড়াও দেশ-বিদেশের ডাকটিকেট ও ব্যাংকনোট সমূহে বাংলাদেশের যে সব পুরাকীর্তির ছবি মুদ্রিত হয়েছে সেসবের বিস্তারিত বিবরণ এবং বাঙালির ইতিহাস ভাবনা ও প্রত্নতত্ত্বষ্কার। ঐতিহাসিক প্রেক্ষাপটও বর্ণিত হয়েছে এ মূল্যবান গবেষণা-গ্রন্থটিতে।প্রত্নস্থলগুলোতে ঘোরার সময়ই তিনি নিজে তৈরি করেছেন প্রাচীন ঢিবি-দিঘি ও প্রত্নকীর্তির অবস্থান নকশা ও ম্যাপ, তুলেছেন অসংখ্য ছবি, নিয়েছেন বহুজনের সাক্ষাতকার, ঘেঁটেছেন একাধিক ভাষার বিপুল সংখ্যক গ্রন্থ-সাময়িকী। এই বিপুল কর্মযজ্ঞের ফলাফল বিধৃত আছে গ্রন্থটিতে। দুর্লভ গ্রন্থ-সাময়িকীর অসংখ্য উদ্ধৃতি, প্রত্নস্থল সমূহের অবস্থান নকশা ও বিপুল সংখ্যক দুষ্প্রাপ্যছবি এ গ্রন্থের অমূল্য সম্পদ। গ্রন্থটির উল্লেখযোগ্য অংশ ধারাবাহিকভাবে দৈনিক প্রথম আলো, সাপ্তাহিক ২০০০ ও মাসিক রুটস-এ ছাপা হয়ে ব্যাপক পাঠক প্রিয়তায় ধন্য হয়েছে।
Specification
Titel: | প্রাচীন বাংলার পথ থেকে পথে |
---|---|
Author | খন্দকার মাহমুদুল হাসান |
Publication: | পার্ল পাবলিকেশন্স |
ISBN: | 984-70162-0124-0 |
Edition: | 2011 |
Number of Pages: | 304 |
Country: | Bangladesh |
Language: | Bangla - বাংলা |