মুহাম্মদ (সা) ছিলেন চিত্তাকর্ষক ব্যক্তিত্বসম্পন্ন মহাপুরুষ: বলিষ্ঠ দেহ, মধ্যমাকার, প্রশস্ত স্কন্ধ হৃদয়কাড়া মুখাবয়বের অধিকারী। তাঁর ছিল কালো চুল, কালো চোখের তারা আর দীর্ঘ শশ্মশ্রু। তাঁর মানসিক শক্তি ছিল অত্যন্ত উচ্চপর্যায়ের, আচরণ সংযত, তবু মমতায় আর্দ্র; ভাষা ছিল অল্পকথায় অর্থপূর্ণ ও রসগ্রাহী। হৃদয়াবেগ তীব্র, তবু অনুভূতি ছিল মহান। প্রেমপূর্ণ ও উদার, পুরোপুরি তিনি বিস্ময়কর, শক্তিমান, কর্মময়, বুদ্ধিদীপ্ত ও দৃঢ় চরিত্রবান এক মহাপুরুষ।কিশোর বয়স থেকেই তিনি মিতচারী ও প্রজ্ঞাশীল। তাঁর সাধুতা ও সত্যনিষ্ঠার জন্য তিনি পরিচিত ছিলেন 'আল-আমীন' নামে।
Such an incredibly complex story! I had to buy it because there was a waiting list of 30+ at the local library for this book. Thrilled that I made the purchase
I read this book shortly after I got it and didn't just put it on my TBR shelf mainly because I saw it on Reese Witherspoon's bookclub September read. It was one of the best books I've read this year, and reminded me some of Kristen Hannah's The Great Alone.