প্রত্যেক মানুষই যাপন করে আলাদা আলাদা জীবন। কিন্তু কিছু মানুষ আছেন যারা নিজের কর্মকাণ্ডের কারণে অন্যমানুষের কাছে হয়ে ওঠেন প্রেরণা ও অনুসরণের পাত্র। সেই মানুষই যদি পুঙ্খানুপুঙ্খরূপে তার জীবনকে তুলে ধরেন তাহলে সমকালীন কিংবা পরবর্তী প্রজন্মের কাছে এর গুরুত্ব রূপ নেয় অন্য আকারে।বেলাল মোহাম্মদ- এই নাম শুনলেই মনে পড়ে মহান মুক্তিযুদ্ধের সময় বিশেষ অবদান রাখা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কথা। ১৯৭১ সালে মাত্র নয় মাস মুক্তিযুদ্ধ করে আমরা যে স্বাধীনতা অর্জন করলাম, তাতে মুক্তিসেনা, গেরিলাবাহিনী ও সহযোগী ভারতীয় সেনাদের অবদান যেমন অবিস্মরণীয় তেমনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রও সমানভাবে স্মরণীয়। এর অন্যতম শব্দসৈনিক বেলাল মোহাম্মদ। তিনি যুদ্ধকালীন সময়ে যেমন বিশেষ অবদান রেখেছেন, তেমনি স্বাধীনতা পরবর্তী সময়ে তার বিভিন্ন লেখায় বর্তমান প্রজন্মের জন্য ওঠে এসেছে মুক্তিযুদ্ধের চিত্র।কতো ঘরে ঠাঁই তাঁর আত্মজীবনী। তিনি মনে করেন- 'আত্মকথা লেখার বয়স আমার জীবনকাল হলেও আমি যে গতানুগতিকতাকে গ্রাহ্য করিনি। আমার সব বয়সের গদ্য পদ্য সব লেখাই প্রত্যক্ষদর্শীর বিবরণমূলক ধারাবাহিক স্মৃতিচারণ প্রসঙ্গে এখন পূর্বকথিত বিষয়ের পুনরুক্তি করতে হতে পারে।' তাই তিনি বিভিন্ন সময়ে লেখা স্মৃতিখণ্ডসমূহকে যথাসম্ভব জীবনকালের ধারাবাহিকতায় বিন্যস্ত করেছেন এখানে। যা এর পূর্বে অন্য কোথাও খুব কমই প্রকাশিত হয়েছে। তাই সর্বাদিক বিবেচনা করলে বিভিন্ন কারণে এই গুণীব্যক্তির আত্মজীবনী বাংলা ভাষাভাষি পাঠকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Specification
Titel: | কতো ঘরে ঠাঁই |
---|---|
Author | বেলাল মোহাম্মদ |
Publication: | ইত্যাদি গ্রন্থ প্রকাশ |
ISBN: | 984-70289-0279-1 |
Edition: | 2013 |
Number of Pages: | 400 |
Country: | Bangladesh |
Language: | Bangla - বাংলা |