পঞ্চান্ন বছর আগে রাজশাহী থেকে প্রকাশিত হয়েছিল এই গ্রন্থের প্রথম সংস্করণ, গাঢ় বাদামি রঙের জমিনের ওপর পরিপাটি হস্তাক্ষরে কেবল গ্রন্থ ও লেখকের নাম লেখা, এমনি নিরাভরণ ছিল এর সজ্জা। ভেতরের ছাপা মফস্বলী ধাঁচ থেকে কোনোভাবেই মুক্ত ছিল না, সেটা বোধ করি সম্ভবও নয়। কিন্তু তারপর থেকে বাংলা ছোটগল্প খোল-নলচে সমেত পাল্টে গেল। এই দীন প্রকাশনাই বাংলা-সাহিত্যে উজ্জ্বল বৈভবের যোগান দিল। কাল যা ছিল সমকালীন, আজ তা হয়ে উঠল প্রাচীন। ঘটনার ঘনঘটা এড়িয়ে গল্প হয়ে উঠল জীবনের পরম বাস্তবতার গাঢ় উচ্চারণ, দিনযাপনের দুঃখ-বেদনা-আনন্দ-গ্লানি গল্পের পরতে পরতে মিশে রইল, রূপরসের বহুমাত্রিকতা গল্পের সীমিত কাঠামোকে অসীমের প্রত্যাশী করে তুলল। বাংলা-সাহিত্যের ইতিহাসে কোনো একটি গ্রন্থের এমন তাৎপর্যময় প্রভাব আর বিশেষ দেখা যায়নি। আমাদের অস্তিত্বকে আমূল নাড়া দিয়ে যায় গ্রন্থভুক্ত প্রতিটি গল্প। জীবনচেতনা ও ভাষাভঙ্গির অপূর্ব সমন্বয়ে স্মরণীয় হয়ে উঠেছে এই গ্রন্থ। শতাব্দীর অন্যতম সেরা এই গল্প গ্রন্থের তাৎপর্য কখনোই বুঝি ক্ষুণ্ণ হওয়ার নয়।
Specification
Titel: | আত্নজা ও একটি করবী গাছ |
---|---|
Author | হাসান আজিজুল হক |
Publication: | ইত্যাদি গ্রন্থ প্রকাশ |
ISBN: | 978-984-904-929-6 |
Edition: | 2022 |
Number of Pages: | 103 |
Country: | Bangladesh |
Language: | Bangla - বাংলা |