গ্রন্থভুক্ত অধিকাংশ গল্প ক্ষুধা-দারিদ্র্য, খাদ্যাভাব, নিম্নবর্গের জীবন নিয়ে লেখা। গল্পকার নিখুঁতভাবে অঙ্কন করেছেন কৃষক-শ্রমিক অর্থাৎ মেহনতি মানুষের জীবন আখ্যান। হাসান আজিজুল হকের গল্প সংগ্রামরত মানুষের বিরাট শক্তি। তাঁর লেখার ভাষা সহজ-সরল-প্রাঞ্জল ও গতিময়। আঞ্চলিক ভাষা ব্যবহারে সিদ্ধহস্ত তিনি। গ্রন্থের 'মধ্যরাতের কাব্যি', 'সরল হিংসা', 'খনন', 'পাতালে হাসপাতালে' গল্পগুলোতে জীবনসংগ্রাম, জীবনতৃষ্ণা, ক্ষুধা-দারিদ্র্য ফুটে উঠেছে।
Such an incredibly complex story! I had to buy it because there was a waiting list of 30+ at the local library for this book. Thrilled that I made the purchase
I read this book shortly after I got it and didn't just put it on my TBR shelf mainly because I saw it on Reese Witherspoon's bookclub September read. It was one of the best books I've read this year, and reminded me some of Kristen Hannah's The Great Alone.