ভাষা-আন্দোলনের পটভূমিতে লেখা উপন্যাস 'যাপিত জীবন'। উপন্যাসের নায়ক জাফর জীবনের কথা বলে জীবনেরই বিনিময়ে। সেলিনা হোসেন জাফরের স্বচ্ছ প্রতীকচিত্রে বাঙালির শেকড় আর অস্তিত্বের কথা ঘোষণা করে তাঁর 'যাপিত জীবন'-এ।বিজ্ঞান ও বিজ্ঞাপনের এ যুগল মাত্রার, তরঙ্গসমূল রাজনৈতিক পটভূমিতে দাঁড়িয়ে নিজের চাষের ভূমিতে প্রতিনিয়ত ঘুরে ঘুরে একজন শিল্পীর অজানা প্রদেশের নিত্য উদ্ভাবন কর্মের শিল্পীতরূপ 'যাপিত জীবন'। জাফর প্রতিটি অণুমুহূর্তে ঘোষণা করে বেড়ায় তাঁর বাঙালি অস্তিত্ব। তাঁর শেকড়। নিজের মৃত্তিকারসে জারিত স্বকীয় বিকাশের সমস্ত প্রয়াস ভর করে বাঙালি জাতিসত্তার প্রতিনিধি জাফরের মাঝে। জাফর বাঙালি কন্ঠের বলিষ্ঠ উৎসারণ।শ্রেণীবিন্যস্ত বেড়িপরা সমাজে উৎকণ্ঠিত জাফরের বিবেক কল্পনা-মণীষা। মহৎ আদর্শের জন্যে ছোট ছোট জাগতিক মোহকে বিসর্জন দিয়ে উপবাসী জাফর জন্মের ঋণ পরিশোধ করে রাজপথে মিছিলে মৃত্যুর সাথে আত্মীয়তা করে।স্থির, নিথর, নিশ্চল, নিষ্পন্দ, নিঃশব্দ দৃষ্টি তাঁর। বিহ্বল, অবিন্যস্ত অর্থনীতির জমাট ধূসর মেঘের মাঝখানে সচেতন ধারালো তির্যক আলোকরশ্মির মতো সেলিনা হোসেন এক পরিব্রাজক লেখক। উপন্যাসের জন্য বিষয় খোঁজেন অনবরত। যে জীবন সাধারণের কিংবা বড় কারো সে জীবনের ঘাত-প্রতিঘাতে আন্দোলিত হয় তাঁর বিষয়-বৈচিত্র্য। প্রবল মুন্সিয়ানায় ঘোরেন চেনা জগতের অচেনা পথে। ফিরে ফিরে দেখেন আপন-আলোয় উদ্ভাসিত নানা জীবনের কল্পরূপ।যাটের শেষপ্রান্ত থেকে ঘর্মাক্ত কলমে, অগ্রসরমান, প্রস্তুতিতে প্রতিক্ষণের জায়মান জীবন-সমস্যার সমাধানকল্পে প্রতিবাদের পোস্টার সেঁটে চলেছেন গদ্য- মজুর সেলিনা হোসেন। নিজের অন্তর্গত রক্তক্ষরণের বিন্দু বিন্দু ঋণ পরিশোধ করেন তিনি নিজেরই প্রগতিবাদী দর্শনের শিল্পিত রূপ দিয়ে।
Specification
Titel: | যাপিত জীবন |
---|---|
Author | সেলিনা হোসেন |
Publication: | ইত্যাদি গ্রন্থ প্রকাশ |
ISBN: | 984-70289-0241-8 |
Edition: | 2012 |
Number of Pages: | 304 |
Country: | Bangladesh |
Language: | Bangla - বাংলা |