সুদূর অতীতকাল থেকে বাংলাদেশ নামক ভূখণ্ডটির জনগোষ্ঠী বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে এগিয়ে চলেছেন। সামুদ্রিক ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প এবং ঘন ঘন বান-বন্যা ও প্লাবনে আক্রান্ত অসংখ্য জনপদ তছনছ হয়েছে, আবার নতুন প্রাণের উচ্ছ্বাসে জেগে উঠেছে। প্রকৃতির অকৃপণ মহিমায় ফুল ফল ও শস্যদানায় ভরে গেছে সেই বিধবস্ত জনপদগুলো। দিগন্ত বিস্তৃত শ্যামল কাননময় ভূমির মায়াবী আকর্ষণে ধূসর প্রকৃতির দেশগুলো থেকে দলে দলে মানুষ এসে এখানে গড়ে তুলেছেন নিজেদের আবাস। একাত্ম হয়েছেন এই মাটির সঙ্গে। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়েও আর ফিরে যাননি নিজ নিজ পিতৃভূমিতে। নিজেদের মানিয়ে নিয়ে রয়ে গেছেন এই ভূখণ্ডে। মোকাবেলা করে চলেছেন নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ। বাংলাদেশে সংঘটিত প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে নদ-নদীর বন্যা ও প্লাবনের ঘটনা ঘটে চলেছে অহরহ। মাঝে মধ্যে সামুদ্রিক জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় ও ভূমিকম্প আঘাত হানলেও বন্যা-প্লাবন ও নদী ভাঙনের ঘটনাগুলো ঘটে চলেছে প্রতিনিয়ত। আসলে বাংলাদেশের ইতিহাসের দেড় সহস্র নদ-নদীবাহিত লক্ষ লক্ষ টন কাদা, বালির আস্তরণে গড়ে উঠা নতুন ভূখণ্ড, এগুলোর উচ্চতাপ্রাপ্তিসহ নদীর ভাঙা-গড়া নিয়ে সৃষ্টি হয়েছে। বিশাল গাঙ্গেয় বদ্বীপে ঘটে যাওয়া বান-বন্যা-প্লাবন নদীর গতি পরিবর্তনে সৃষ্ট পরবর্তী সামাজিক অবস্থার মধ্যদিয়ে এই জনগোষ্ঠীর জীবনের যে উত্থান-পতন, সংগ্রাম, বাঁচা-মরা, দুঃখ বেদনা এবং আনন্দ উৎসব- এগুলোই আমাদের প্রকৃত ইতিহাস। এগুলো কোনো না কোনোভাবে বাংলার নদ-নদীকে কেন্দ্র করেই আবর্তিত। আবহমানকাল থেকে ঘটে চলা বাংলার জনজীবনের ইতিহাস আমাদের প্রাচীন বাংলা সাহিত্যে প্রায় অনুপস্থিত। প্রাকৃতিক দুর্যোগের প্রকৃত তথ্যগুলো সরকারিভাবে সংরক্ষিত হতে শুরু করেছে খুব বেশি দিন থেকে নয়। মধ্যযুগে ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগের তথ্য সরকারি তথ্য ভান্ডারে নেই। মোগল আমলের কিছু প্রাকৃতিক দুর্যোগের তথ্য পাওয়া গেলেও এর পরবর্তী সপ্তদশ, অষ্টাদশ ও উনবিংশ শতাব্দীতে ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগের তথ্য অতি সামান্যই পাওয়া যায়। বর্তমান গ্রন্থে ষোড়শ শতাব্দী থেকে এযাবৎকাল বাংলাদেশের ভূখণ্ডে ঘটে যাওয়া ঘূর্ণিঝড়, সামুদ্রিক জলোচ্ছ্বাস এবং নদ-নদীর বন্যা ও প্লাবনের ঘটনাগুলো তুলে ধরা হয়েছে। এ-বিষয়ে উৎসাহী পাঠক এবং গবেষকদের প্রাথমিক চাহিদা পূরণে হয়তো। সক্ষম হতে পারে এই গ্রন্থটি।
Specification
Titel: | বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের ইতিহাস |
---|---|
Author | মাহবুব সিদ্দীকি |
Publication: | দিব্যপ্রকাশ |
ISBN: | 9789849395409 |
Edition: | 2020 |
Number of Pages: | 142 |
Country: | Bangladesh |
Language: | Bangla - বাংলা |