একজন ভূমিদাসের পৌত্র ও অসফল ব্যবসায়ীর পুত্র আন্তন পাভলোভিচ চেখভ এসেছিলেন এক দারিদ্র্যপীড়িত পরিবার থেকে। আড়াইশোর মতো ছোট গল্প ছাড়াও তাঁর রচনাসম্ভারের মধ্যে আছে বড় গল্প, নাটক, কৌতুক রচনা ইত্যাদি। নাম 'আমার জীবন' হলেও এই বইটি চেখভের কোনো আত্মজীবনী নয়-এটি তাঁর দীর্ঘতম গল্প বা নভেলা, ১৮৯৭-তে প্রকাশিত। চেখভের রচনায় হাস্যরসের উপাদানের সঙ্গে গভীর বিষাদ, প্রচ্ছন্ন শ্লেষ, হালছাড়া ভাব ও প্রবল ক্রোধ-মানবচরিত্রের এসব বৈশিষ্ট্য লক্ষণীয়। 'আমার জীবন'-এও ওই বৈশিষ্ট্যগুলোর মিশ্রণ আমরা দেখতে পাই। চেখভের সংক্ষিপ্ত জীবন (১৮৬০-১৯০৪) ছিল অভিজ্ঞতাবহুল। চেখভ যখন সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠিত, সেসময় ১৮৮৭ খ্রিষ্টাব্দে তিনি দক্ষিণ রাশিয়া ভ্রমণ করেন। সেই ভ্রমণের ওপর ভিত্তি করে রচিত হয় 'স্তেপে' বা 'প্রান্তর' নামের বড় গল্প। দিগন্ত প্রসারিত রুশ নিসর্গের এই মহাকাব্যসম রচনাকে চেখভধর্মী গল্পলেখক ক্যাথরিন ম্যানসফিল্ড ইলিয়াড ও ওডিসি'র সঙ্গে তুলনা করেছেন। ১৮৮৯-তে দীর্ঘ ও দুর্গম পথ পাড়ি দিয়ে তিনি দণ্ডিত কয়েদিদের বন্দিশিবির দেখতে প্রায় ছয় হাজার মাইল দূরের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের সাখালিন দ্বীপে যান। জাহাজে দেশে ফেরেন সিঙ্গাপুর, ভারত ও সিংহল ছুঁয়ে-সুয়েজ খাল দিয়ে। সেখানকার বন্দীদের দুর্দশার ওপর তিনি এক দীর্ঘ রিপোর্ট রচনা করেন। তাঁর '৬ নং ওয়ার্ড' গল্পে তার প্রতিফলন ঘটেছে। তাঁর অভিজ্ঞতাতে বন্দীদের দুঃখ-যন্ত্রণা স্বয়ং লেনিনের মনকেও নাড়া দিয়েছিল।
Specification
Titel: | আমার জীবন- |
---|---|
Author | আন্তন চেখভ |
Translator: | ফিরোজ আহমদ কামাল |
Publication: | ঐতিহ্য |
ISBN: | 978-984-776-517-4 |
Edition: | 2019 |
Number of Pages: | 135 |
Country: | Bangladesh |
Language: | Bangla - বাংলা |