মিশরের স্বপ্নময় অতীত কে আবিস্কার করে মিশর তত্ববিদেরা এমন একটি লস্ট অ্যাটলানটিস এর সন্ধান দিয়েছিলেন, যেখানে মানুষের প্রথম আত্নসম্বিৎ সচকিতে চোখ মেলেছিল, সভ্যতার প্রথম দীপ্তি ঝলমলিয়ে উঠেছিলো। রূপকথা নয়, কিংবন্দতি নয় মিশরের যে ইতিহাস তারা অক্লান্ত পরিশ্রম ও অধ্যবসায় সহকারে গড়ে তুলেছেন, সে ইতিহাস একান্ত বাস্তব একটি সুদৃঢ় ইমারত, পিরামিড, যার বিকার নেই, বিনাশ নেই। এখানকার সুন্দর সুন্দর প্রাচীর চিত্র, বিরাটাকার ভাস্কর্য সবই সেই আদিকালের ইতিবৃত্তের সঙ্গে জড়ানো, ইতিহাস চিরঞ্জীব হয়ে আছে অতুলনীয় শিল্প- সম্পদের মধ্যে। প্রাচীর ও পাহারের গায়ে হায়ারোগ্লাইফিক লিখনের পাঠোদ্ধার করে,রাশি রাশি প্যাপিরাসে লিখিত নানা বিবরণ পাঠ করে তারা এতকালের কৃষ্ণ যবনিকা ছিঁড়ে ফেলে দিয়েছেন বিশ্ব মানবের সামনে এনে ধরেছেন মিশরের বিভিন্ন যুগের অনুপম কাহিনী, রাজবংশ রাস্ট্র সমাজ ধর্মের অসংখ্য বর্ণাঢ্য চিত্রাবলী।সেই সুপ্রাচীন সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে বাংলার পাঠকের একটু বিশেষ পরিচয় করিয়ে দেয়ার জন্যই এ - বইখানা লেখা হয়েছে।
Specification
Titel: | প্রাচীন মিশর |
---|---|
Author | শচীন্দ্রনাথ চট্টোপাধ্যায় |
Publication: | দিব্যপ্রকাশ |
ISBN: | 978-984-92633-5-7 |
Edition: | 2017 |
Number of Pages: | 192 |
Country: | Bangladesh |
Language: | Bangla - বাংলা |