মারফতি নূরে উদ্ভাসিত অলক্ষে বহমান এক জনপদের কাহিনি এ উপন্যাসে বিবৃত হয়েছে সহজিয়া জীবনদর্শনে। আছে শিকড়ে ফিরতে চাওয়া ও জলের গর্ভে সব হারানো দুই নারীর অদম্য লড়াই। এ গল্প মনসা দেবীর অভিশাপের চমকপ্রদ এক লোকজ মিথেরও।কালচক্র'র পর আবদুল্লাহ আল ইমরান আবারো তাঁর মোহময় লেখনীতে তুলে আনলেন চিরায়ত বাংলার প্রত্যন্ত এক জনপদের দিন-রাতের গল্প।
Such an incredibly complex story! I had to buy it because there was a waiting list of 30+ at the local library for this book. Thrilled that I made the purchase
I read this book shortly after I got it and didn't just put it on my TBR shelf mainly because I saw it on Reese Witherspoon's bookclub September read. It was one of the best books I've read this year, and reminded me some of Kristen Hannah's The Great Alone.