ওপারে ঝড়, এপারে বিতর্ক। তাঁর যে -বইতে তসলিমা নাসরিন খ্যাতি-অখ্যাতির চূড়ান্ত শিখরে, সেই 'নির্বাচিত কলাম'-এরই সম্পূরক খণ্ড তাঁর এই নতুন বই, 'নষ্ট মেয়ের নষ্ট গদ্য।'নষ্ট কেন? সেবার তসলিমা দেখিয়েছিলেন, ডিম, দুধ আর নারকেলের মতোই নষ্ট শব্দটিকে মেয়েদের ক্ষেত্রে প্রয়োগ করার জন্য কীভাবে ওত পেতে আছে আমাদের এই সমাজ। আর এবার আরও বিস্তৃত তাঁর অভিজ্ঞতার ভিত্তিতে তিনি লিখেছেন- 'নিজেকে এই সমাজের চোখে নষ্ট বলতে আমি ভালবাসি।' কারণ, তিনি অনুভব করেছেন, যদি কোনও স্বাধিকার-সচেতন নারী মোচন করতে চায় নিজের দুঃখ-দৈন্য-দুর্দশা, রুখে দাঁড়ায় ধর্ম, সমাজ ও রাষ্ট্রের নোংরা, বিষম নীতির বিরুদ্ধে, তৎক্ষণাৎ তাকে নষ্ট বলে সমাজের ভদ্রলোকেরা। নিজের জীবনের অভিজ্ঞতা তাই তসলিমাকে দিয়ে বলিয়ে নিয়েছে, 'নারীর শুদ্ধ হবার প্রথম শর্ত নষ্ট হওয়া। নষ্ট না হলে এই সমাজের নাগপাশ থেকে কোনও নারীর মুক্তি নেই।'সন্দেহ নেই, দুঃসাহসী, স্পষ্টবাক্ ও প্রতিবাদী তসলিমা নাসরিনের এই বিস্ফোরক নতুন বই সেদিক থেকে, শুদ্ধ নারীর শুদ্ধ গদ্য। তসলিমা নাসরিনের কলামের গদ্য প্রথম থেকেই শাণিত ও উদ্যত। এ-বইতে সেই গদ্য আরও সূচীমুখ, আরও অব্যর্থ। এখানে তিনি পুরুষশাসিত সমাজে নারীর দুর্ভোগ-দুর্দশা এবং অবমূল্যায়নের কথাই জানাননি, ইঙ্গিত দিয়েছেন এই অবস্থা থেকে উত্তরণেরও। শুধু ইশারাতেই জানাননি প্রতিবাদ, মুখোশ ধরে টান দিয়েছেন বহু ছদ্ম বুদ্ধিজীবীরও, মুখগুলোকে চিনিয়ে দিয়েছেন সরাসরি। শুধু প্রবন্ধ হয়েই শেষ হয়নি এই গদ্য, গল্প হয়েও ফুটে উঠেছে কোথাও-কোথাও। আর, অধিকাংশ ক্ষেত্রেই শিরনামায় ধরেছে রবীন্দ্রনাথের গান-কবিতার টুকরো আগুনকে।
Specification
Titel: | নষ্ট মেয়ের নষ্ট গদ্য |
---|---|
Author | তসলিমা নাসরিন |
Publication: | আনন্দ পাবলিশার্স |
ISBN: | 978-81-77566-524-9 |
Edition: | নবম মুদ্রণ, ২০২৩ |
Number of Pages: | 182 |
Country: | India |
Language: | Bangla - বাংলা |