এলেন, লিখলেন, জয় করলেন-কোনও লেখকের কৃতিত্ব সম্পর্কে এই জাতীয় পরিচয় এখন বহুল তথা ভুল ব্যবহারে জীর্ণ। অথচ বাংলা সাহিত্যে সুবোধ ঘোষের আলোড়ন-জাগানো আবির্ভাবের বর্ণনায় এই প্রবাদপ্রতিম বাক্যই হয়ে ওঠে প্রতিরোধ্য। আক্ষরিক অর্থে একমাত্র সত্যি, আদ্যন্ত যথার্থ। জীবন ও জীবিকার বহু বিচিত্র অভিজ্ঞতায় সঞ্চয়ের ঝুলিটি পূর্ণ করে একটু বেশি বয়সেই কলকাতায় এসেছিলেন সুবোধ ঘোষ। গল্পলেখার কথা ভাবেননি কোনওদিন। একটি ঘরোয়া সাহিত্যবাসরে স্বরচিত গল্প পড়ার জন্য বন্ধুরা প্ররোচিত করল তাঁকে। হঠাৎ করেই তিনি লিখে ফেললেন জীবনের প্রথম গল্পটি। 'অযান্ত্রিক'। এর পরই 'ফসিল'। রাতারাতি বিখ্যাত সুবোধ ঘোষ। পাঠকরা তাঁকে বরণ করে নিলেন, সমালোচকরা জানালেন বন্দনা। অনুজ লেখককুল তাঁকে বসালেন প্রেরণার আসনে। এ-সম্পর্কে রমাপদ চৌধুরীর স্মৃতি, "লিখতে শুরু করেছি যখন, তখন আমাদের সামনে দুটি পথ-তারাশঙ্কর আর সুবোধ ঘোষ"; বিমল করের স্বীকারোক্তি, "তাঁর লেখা ছিল আমার প্রেরণা”; মহাশ্বেতা দেবীর সাক্ষ্য, "ছোটগল্পের ক্ষেত্রে তিনি একটা নতুন দিগন্ত খুলে দেন'। বাংলা ছোট গল্পের জগতে বিস্ময়েরই অন্য নাম সুবোধ ঘোষ। বৈচিত্র্যেরও। শুধু 'অযান্ত্রিক' আর 'ফসিল' নয়। পরপর, একের পর এক। 'সুন্দরম্', 'পরশুরামের কুঠার', গোত্রান্তর', 'গরল অমিয় ভেল'। 'জতুগৃহ', 'বারবধূ', 'সুজাতা'। 'অলীক', 'ঠগিনী', 'শ্মশানচাঁপা'। আরও, আরও। প্রত্যেকটি উত্তাল সমুদ্রের নতুন ঢেউ। ঝাপটের পর ঝাপট। লেখকদের লেখক সেই সুবোধ ঘোষেরই সমূহ গল্প নিয়ে খণ্ডে-খণ্ডে এই 'গল্পসমগ্র'। তৃতীয় খণ্ডের আনন্দ সংস্করণ প্রকাশিত হল।
Specification
Titel: | গল্পসমগ্র ৩ (সুবোধ ঘোষ) |
---|---|
Author | সুবোধ ঘোষ |
Publication: | আনন্দ পাবলিশার্স |
ISBN: | 9788172153526 |
Edition: | জুলাই ২০২৪ |
Number of Pages: | 456 |
Country: | India |
Language: | Bangla - বাংলা |