আজও এক সবুজরহস্যের আবরণ ঘিরে রেখেছে ভারতের দ্বীপময় ভূখণ্ড আন্দামান ও নিকোবরকে।ছোট-বড় নানা দ্বীপপুঞ্জ নিয়ে গড়ে ওঠা দ্বীপের দেশ আন্দামান প্রকৃতির এক আদিম লীলাভূমি। সমুদ্র, অরণ্য আর আদিমানব-এই তিনটি সম্পদে আন্দামান অনন্য, অদ্বিতীয়।শুধু পর্যটক নয়, প্রকৃতিপ্রেমিক সমস্ত মানুষ বারেবারে ছুটে এসেছে এই দ্বীপদেশে। প্রকৃতির অপার ঐশ্বর্য উপভোগ করেছে দ্বীপ থেকে দ্বীপান্তরে। সমুদ্র-সৈকত, দুর্গম বনানী, রংবাহারি মাছ, বিচিত্র ও দুষ্প্রাপ্য জলজ প্রাণী, সামুদ্রিক সম্পদ, অপরূপ পাখি আর বহুবর্ণ আদিম মানুষ- সব মিলিয়ে পর্যটকদের কাছে আন্দামান এক মায়াবী কল্পরাজ্য।এই দ্বীপদেশের নিজস্ব এক ইতিহাসও আছে।যে-ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে ব্রিটিশ শাসন, পরাধীন ভারতের অশ্রু, স্বাধীনতা সংগ্রামীদের বুকের রক্ত। ভারতের মূল ভূখণ্ড থেকে বিভিন্ন জাতি গত দেড়শো বছর ধরে আন্দামানে এসেছে, বসবাস স্থাপন করেছে। নানা জাতি, নানা ভাষা ও নানা ধর্মের মিলনে আন্দামান-নিকোবর আজ যেন এক 'মিনি ভারত'।লেখক কর্মসূত্রে দীর্ঘদিন আন্দামানে আছেন। শখের ভ্রামণিকের চোখ দিয়ে নয়, তিনিআন্দামানকে পরতে পরতে দেখেছেন গভীর অভিনিবেশে। তাঁর এই দেখার মধ্যে কোনও ফাঁক নেই, ফাঁকি নেই। ফলে এই বই আন্দামান সম্পর্কে এক নিবিড় পর্যবেক্ষণ। এই দ্বীপভূমি সম্বন্ধে সর্বশেষ তথ্যটি জানতে হলে এ-বই অপরিহার্য।
Specification
Titel: | সবুজদ্বীপের দেশ আন্দামান |
---|---|
Author | তিলকরঞ্জন বেরা |
Publication: | আনন্দ পাবলিশার্স |
ISBN: | 978-81-7756-171-5 |
Edition: | পঞ্ঝম মুদ্রণ, ২০২৩ |
Number of Pages: | 122 |
Country: | India |
Language: | Bangla - বাংলা |