প্রাচীন ভারতের সভ্যতা নিয়ে লেখা। পাথরযুগের অবসানের পর প্রথম নগরসভ্যতা হিসেবে সিন্ধু-সভ্যতার মধ্যে এ বইয়ের আলোচনা সীমাবদ্ধ রাখা হয়েছে। বিশ্বের নানা অঞ্চলে গড়ে ওঠা নগর-সভ্যতাগুলোর মধ্যে সিন্ধু-সভ্যতার বিশেষ মর্যাদা রয়েছে। সিন্ধুর নগরগুলো সবচেয়ে পরিকল্পিতভাবে গড়ে উঠেছিল। বাড়িঘর, রাস্তাঘাট, ড্রেনেজ-ব্যবস্থা, সড়কবাতি-সবকিছু মিলিয়ে হরপ্পা, মহেঞ্জোদারোর মতো নগরগুলো এককালে কতটা ছিমছাম নগর ছিল, এর ধ্বংসাবশেষ দেখে তা বোঝা যাবে। এ বই লেখা হয়েছে শিশু-কিশোর ও সাধারণ পাঠকের কথা মনে রেখে।
Such an incredibly complex story! I had to buy it because there was a waiting list of 30+ at the local library for this book. Thrilled that I made the purchase
I read this book shortly after I got it and didn't just put it on my TBR shelf mainly because I saw it on Reese Witherspoon's bookclub September read. It was one of the best books I've read this year, and reminded me some of Kristen Hannah's The Great Alone.