আমরা কেউই আস্ত নেই আর- টুকরো টুকরো হয়ে গেছি বাম হাত কারো কাঁধের উপর, ডান হাতে মাঞ্জা দেয়া সুতোর লাটাই গা ঘেঁষাঘেঁষি করে দেখছি সূর্যাস্ত, মনে উড়ে বেড়াচ্ছে শুকনো পাতা এখানে পাহাড় ও সমুদ্রের সখ্যতার কথা নিয়ে গান লেখা হয় বুদ্বদ্ আর হাওয়া একে অন্যের বলে বাগানজুড়ে বিস্ময় ফোঁটে এমন নিয়মতান্ত্রিক মহান পৃথিবীতে মানুষেরা দুলে দুলে ছায়া জপে সাদা-কালো কানের টুকরো শোনে অদৃশ্য অপরিচিত ফিসফিস কেউ সৌরভ, কেউ খাতা কলম নিয়ে রঙের বিচারে বসেছি আমাদের নাক মুখ হাত পা টুকরো হয়ে যাওয়া বুকের পাঁজর কোথায় কোনটা পড়ে আছে- কুড়োতে গেলে জানতে পারতাম।
Such an incredibly complex story! I had to buy it because there was a waiting list of 30+ at the local library for this book. Thrilled that I made the purchase
I read this book shortly after I got it and didn't just put it on my TBR shelf mainly because I saw it on Reese Witherspoon's bookclub September read. It was one of the best books I've read this year, and reminded me some of Kristen Hannah's The Great Alone.