রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় অধুনা-বিদ্যুত এক করি নাম। উনিশ শতকে তিনি ছিলেন যুগপ্রবর্তক কৰি । বাংলা সাহিত্যে বীরযুগের সিংহবার তিনি সর্বপ্রথম উন্মুক্ত করেন। একালে সমালোচক তাঁর কাব্যে দেখেছেন, "বীরদর্পের সহিত কান্না মিশাইয়া এক অদ্ভুত সঙ্করজাতীয় বীর ভাষণের প্রবর্তন। রঙ্গলাল যে যুগসন্ধিক্ষণের কবি, তিনি যে বাংলা কাব্যের এক নতুন মোড় ফিরাইয়াছেন তাহা অস্বীকার করা যায় না। রাজপুতানার শৌর্যবীর্যমণ্ডিত ইতিহাস। কাহিনীর প্রতি গতানুগতিকতাক্লিষ্ট-রোমন্থনস্তিমিত বাঙালির দৃষ্টি আকর্ষণ করিয়া, বঙ্গসরস্বতীর বীণায়। নুতন তার সংযোজন করিয়াই তিনি ইতিহাসে চিরন্তন স্থান অধিকার করিয়াছেন।”মন্মথনাথ ঘোষ যখন রঙ্গলালের জীবনী লেখেন তখন কবির প্রতি তাঁর পক্ষপাত কোথাও গোপন কারেননি। তবে সেই সময়ে তিনি জানতেন, “যাহা পুরাতন তাহা পশ্চাতে সরিয়া যাইতেছে এবং ক্রমশ, দৃষ্টি পথের বহির্ভূত হইতেছে। যাহা এককালে অতি আদরের বড্ড ছিল, তাহা ক্রমে আবর্জনার স্তূপের মধ্যে পতিত হইতেছে।” তবে কবিরা কালের পুতুল, বিস্মৃতির অন্তরাল থেকে তাদের পুনর্জন্ম ঘটে। রঙ্গলালের জীবনীকার মনেপ্রাণে বিশ্বাস করেছেন, আবর্জনাস্তূপের মধ্যে বিক্ষিপ্ত হইলেও পুনরাবিষ্কৃত হইতে তাহা পুনরাদৃত হইবে। আজিকালিকার ক্ষণভঙ্গুর, বড়োয়া গহনার ন্যায় বিবিধ মণি-খচিত সুক্ষ্মাতিসূক্ষ্ম কারুকার্য সমন্বিত কবিতার সহিত একাসন না পাইলেও, সেকলের খাঁটি সোনার গহনার ন্যায় উহার মূল্য কখন হ্রাসপ্রাপ্ত হইবে না।ঊনিশ শতক চর্চায় রঙ্গলালের জীবনীগ্রন্থটি বিশেষ সাহায্য করবে। অজানা বহু তথ্যের সন্ধান মিলাবে বহু পরিশ্রমে রচিত মন্মথনাথ ঘোষের চরিত্র। গ্রন্থচিত্রে।
Specification
Titel: | রঙ্গলাল |
---|---|
Author | মন্মথনাথ ঘোষ |
Publication: | পারুলবই |
ISBN: | 9789388042116 |
Edition: | 2023 |
Number of Pages: | 499 |
Country: | India |
Language: | Bangla - বাংলা |