রোদ উঠতেই ঘন কুয়াশা মিহি আস্তরণ হয়ে চোখের সামনে সম্মোহন হুড়াতে লাগল। দিগন্তবিস্তৃত হলুদ সর্ষেখেত। তার ওপর সারি সারি বক উড়ে যাচ্ছে দূরে। নদী আর সজল নিঃশব্দ অথচ বাঙ্ময়। পরস্পরের সঙ্গে শব্দের প্রাচুর্যে কোনো কথা না বললেও অনুভূতির প্রগাঢ়তায় যেন অবিরাম কথা বলে যেতে লাগল। নদীর মনে হচ্ছিল, এই সময়টা না ফুরাক। হয়ে থাক অন্তহীন অনুভবের অন্দরমহল।বিকেল হঠাৎ হিমেল হাওয়া দিতে থাকল। জড়সড়ো নদীকে সজল বলল, 'আমি যদি কিছু দিতে চাই, নেবেন ?' নদীর গভীর চোখে তখন ভেসে উঠেছে অসীম আকাশ। সে সেই আকাশে ঝলমলে রোদ মেখে বলল, 'উঁহু।''কেন ?'“যদি তাতে ঋণ শোধ হয়ে যায় ?“সব ঋণ কি শোধ হয় ?''নয় তো কী?''কিছু ঋণ কেবল বাড়তেই থাকে। শোধ করতে গেলে আরও বাড়ে।'কথাটা কী যে ভালো লাগল নদীর! সে অস্ফুটে বলল, 'কী ?' "কবিতা।"'কই, দেখি ?নদী হাত বাড়াল। সজল তার হাতে একটা চাদর তুলে দিয়ে বলল, “অনেক ঠান্ডা, তাই না ?'নদী জবাব না দিয়ে চাদরটা খুলল। তারপর তাকিয়ে রইল অপলক। চাদরটার এক রঙা শরীরে নিজ হাতে কারুকাজ করেছে সজল। সেই কারুকাজের ভেতর লেখা-‘আমায় দিয়ো একটুখানি ছুঁয়ে, আমায় দিয়ো একটুখানি মন, এই জনমের জন্ম মৃত্যু জানে, তুমি মানেই আমার সমর্পণ!"
Specification
Titel: | তোমার নামে সন্ধ্যা নামে |
---|---|
Author | সাদাত হোসাইন |
Publication: | অন্যপ্রকাশ |
ISBN: | 978-984-502-734-2 |
Edition: | 12th print, 2023 |
Number of Pages: | 224 |
Country: | Bangladesh |
Language: | Bangla - বাংলা |