১৩৩৮ বঙ্গাব্দের শ্রাবণে সুধীন্দ্রনাথ দত্তের সম্পাদনায় শুরু হয়েছিল পরিচয়-এর যাত্রা। সঙ্গে ছিলেন শিল্প-সাহিত্যের রসজ্ঞ বন্ধু গিরিজাপতি ভট্টাচার্য, নীরেন্দ্রনাথ রায়, হিরণকুমার সান্যালরা। বয়ঃজ্যেষ্ঠ প্রবোধচন্দ্র বাগচী, চারুচন্দ্র দত্ত এবং হীরেন্দ্রনাথ দত্তও ছিলেন পরিচয়-এর সঙ্গে যুক্ত, কনিষ্ঠ সুশোভন সরকার, বিষ্ণু দে, হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়রাও ছিলেন জন্মকাল থেকে পরিচয়-এর লেখক; ছিলেন সবুজ পত্র-যুগের ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়। বিদেশি সাহিত্যের সঙ্গে বাঙালি মননের যোগাযোগ বৃদ্ধি করা ছিল পরিচয়-এর মুখ্য উদ্দেশ্য। প্রথম পাঁচ বছর পত্রিকাটি ছিল ত্রৈমাসিক। পরে বেশ কিছুকাল পরিচয় হল মাসিক পত্রিকা। ১৯৪৩ সালে, অর্থাৎ পত্রিকার বয়স বারো পেরোলে পরিচয় হস্তান্তরিত হল। সুভাষ মুখোপাধ্যায় লিখেছিলেন, 'প্রথম পর্বে পরিচয় ছিল কাগজের আন্দোলন, দ্বিতীয় পর্বে পরিচয় হল আন্দোলনের কাগজ'। মার্কসবাদীদের শিল্পচর্চার কাগজ হিসেবে প্রতিষ্ঠা পেল পরিচয়। ১৯৪০-এর যুগে অতিবামপন্থী রাজনীতির পর্বে পরিচয়-এ সংকীর্ণ রাজনীতির বোধ মাথাচাড়া দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু অচিরেই সে-সমস্যা কেটে গিয়েছিল। ১৩৭০ বঙ্গাব্দে ভবানী সেন লিখিতভাবে ঘোষণা করেছিলেন, পরিচয় পার্টি-পত্রিকা হবে না, শিল্প-সাহিত্য- বিজ্ঞানের জগতে সত্যসন্ধানের ক্ষেত্রস্বরূপ পরিচয় প্রগতি শিবিরের নির্দলীয় রূপ। দৈনন্দিন ক্লিন্নতার ভিতর শিল্প-সাহিত্যের চিরন্তন-কে রক্ষা করাই পরিচয়-এর দায়। ১৪২৮ বঙ্গাব্দের শ্রাবণে এই ঐশ্বর্যময় পত্রিকা নব্বই বছর পূর্ণ করল এবং খুশির কথা এই যে, এখনও পরিচয় নিয়মিত প্রকাশিত হয়ে চলেছে।
Specification
Titel: | পরিচয় প্রবন্ধ সংকলন: ৯০ বছর পূর্তি উদযাপন-১ |
---|---|
Author | অভ্র ঘোষ পার্থপ্রতিম কুণ্ডু |
Publication: | গাঙচিল |
ISBN: | 9789390621996 |
Edition: | 1st Edition,2022 |
Number of Pages: | 486 |
Country: | Bangladesh |
Language: | Bangla - বাংলা |