দেশভাগ প্রতর্ক কতটা জুড়ে আছে বাংলা তথা ভারতীয় সিনেমায়? কতটা হয়েছে স্মৃতির চর্চা? এ সব প্রশ্ন মাথায় রেখেই এই গবেষণা-গ্রন্থ, যা শুধু সমান্তরাল বা আর্ট ফিল্মের মধ্যেই নয়, অনুসন্ধান করা হয়েছে ভারতের মূল স্রোতের সিনেমাতেও। পার্টিশন মেমরিকে বাণিজ্যিক সিনেমা কী ভাবে গ্রহণ-বর্জন করেছে, রয়েছে তারও তত্ত্ব-তালাস। স্বাভাবিক কারণেই এসেছে বিশ্বচলচ্চিত্রের দেশভাগ। এসেছে বাংলাদেশ ও পাকিস্তানের সিনেমাও। অতএব দাবি করা যেতে পারে, বাংলাভাষায় এটাই প্রথম পূর্ণাঙ্গগ্রন্থ- যার বিষয় 'দেশভাগ'। যার লক্ষ্য সিনেমাসূত্রে পার্টিশন মেমরি বা ট্রমার পুনরাবিষ্কার।
Such an incredibly complex story! I had to buy it because there was a waiting list of 30+ at the local library for this book. Thrilled that I made the purchase
I read this book shortly after I got it and didn't just put it on my TBR shelf mainly because I saw it on Reese Witherspoon's bookclub September read. It was one of the best books I've read this year, and reminded me some of Kristen Hannah's The Great Alone.