সত্তর দশক মুক্তির দশক হতে পারেনি, কিন্তু চিন্তা চেতনা ও প্রতিরোধে নকশালবাড়ি ছিল বিদ্রোহের আর এক নাম। গত একশো বছরের ইতিহাস যদি পর্যালোচনা করতে হয়, তবে এ কথা অস্বীকার করার কোনও উপায় নেই যে, নকশালবাড়ি আন্দোলনকে কেন্দ্র করে যে সাহস ত্যাগ ও তিতিক্ষার জন্ম হয়েছিল, অন্য কোনও পূর্ববর্তী আন্দোলনে তেমন ভাবে তা লক্ষিত হয়নি। এই আন্দোলনের নানা দিক নিয়ে এই সংকলনের লেখকেরা আলোচনা করেছেন। সাহিত্য-সংস্কৃতিতে নকশালবাড়ি আন্দোলন কেমন প্রভাব ফেলেছিল, কবিতা নাটক উপন্যাস বা গণসংগীতের জগৎ এই আন্দোলনে কতটা আলোড়িত, তা নিয়েও রইল বিস্তারিত আলোচনা।
Such an incredibly complex story! I had to buy it because there was a waiting list of 30+ at the local library for this book. Thrilled that I made the purchase
I read this book shortly after I got it and didn't just put it on my TBR shelf mainly because I saw it on Reese Witherspoon's bookclub September read. It was one of the best books I've read this year, and reminded me some of Kristen Hannah's The Great Alone.