যে নিসর্গে আমরা বাস করি, বা যে নিসর্গে বেড়াতে যাই, তা আসলে কী? নিসর্গের যে শোভা আমাদের নিরন্তর মুগ্ধ করে, তা উৎসে প্রাকৃতিক, মানুষের তৈরি নয়? যে সমাজে আমরা থাকি, বা যে সামাজিক জ্ঞান এবং বোধ আমাদের দেখবার চোখ ও মুগ্ধতার অনুভূতি নির্মাণ করে, তার সঙ্গে নিসর্গের সম্পর্ক কী? দার্জিলিং পাহাড় এবং পাহাড়ের নীচের তরাই অঞ্চলের নিসর্গের খোঁজ করা হচ্ছে এই বইতে। খোঁজ বলতে অসংখ্য পুরোনো- নতুন বইপত্র ও দলিল-দস্তাবেজ, সেই সঙ্গে নানান রকমের ও নানান জনের স্মৃতিভাণ্ডার খুঁড়ে দেখা, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। জায়গা বলতে নিছক স্থান নয়, সময়ও। ঔপনিবেশিক ও প্রাক-ঔপনিবেশিক সময়পর্ব থেকে দার্জিলিং পাহাড়ের ও সংলগ্ন সমতলের ইতিহাস ভূগোল সমাজ কীভাবে বদলেছে, এখনো বদলাচ্ছে, তার বিশদ সন্ধান নেওয়া, সে উদ্দেশ্যে এই সময়ে ওই সময়ে পাড়ি দেওয়া। পাড়ি দিতে দিতে এখন যা আছে, এবং যা নেই, থাকা না থাকার এই দ্বিবিধ জ্যামিতিকে প্রশ্ন করা। প্রশ্ন আমাদের দেখার, মুগ্ধতার, ভালো খারাপ লাগার ধরন নিয়েও। নিসর্গ প্রকৃতি ইতিহাস ভূগোল সমাজ নিয়ে বিভিন্ন পাঠ ও দেখা, সময় ভ্রমণ বলতে আসলে এসবের মধ্যে বেড়ানো, বেড়াতে বেড়াতে বেড়ানোর গল্প বলা এবং শোনা। দার্জিলিং নিয়ে প্রত্যেক আগ্রহীজনের অবশ্যপাঠ্য, অবশ্যশ্রাব্য।
Specification
Titel: | সময় ভ্রমণ |
---|---|
Author | সৌমিত্র ঘোষ |
Publication: | সুপ্রকাশ |
ISBN: | 9788195388738 |
Edition: | 3rd Edition,2023 |
Number of Pages: | 325 |
Country: | India |
Language: | Bangla - বাংলা |