জাহিরুদ্দিন মুহাম্মাদ বাবরের হাত ধরে মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন হয় প্রথম পানিপথের যুদ্ধের জয়লাভের মাধ্যমে। এই মুঘল সাম্রাজ্যের অন্যতম শাসক ছিলেন শাহজাহানের পুত্র সম্রাট আওরঙ্গজেব। সম্রাট আওরঙ্গজেবকে কেন্দ্র করেই এই উপন্যাসের পটভূমি তৈরি করা হয়েছে। সুতরাং উপন্যাসটি হল একটি সম্পূর্ণরূপে ঐতিহাসিক উপন্যাস। ইতিহাসকে আশ্রয় করে লেখা নতুন ছন্দে অখণ্ড ভারতের অন্যতম শ্রেষ্ঠ শাসক আওরঙ্গজেবের জীবনকে নতুনভাবে এই উপন্যাসে দেখানো হয়েছে। এক শ্রেণীর সাম্প্রদায়িক, স্বার্থান্বাষী ও বর্ণসংস্কারে লালিত ঐতিহাসিকের দ্বারা সম্রাট আওরঙ্গজেবকে হিন্দু বিদ্বেষী, অনুদার ও সাম্প্রদায়িক হিসাবে দেখানো হয়েছে যা ইতিহাস বিকৃতির নামান্তর। অথচ তিনি হিন্দু-বিদ্বেষী, অনুদার ও সাম্প্রদায়িক ছিলেন না। বর্তমান নিরপেক্ষ ইতিহাসচর্চা সেটাই বলে। আওরঙ্গজেব যে উদার ও মহান সম্রাট ছিলেন সেটাই হল এই উপন্যাসের মূল প্রতিপাদ্য বিষয়। এইসব বিষয় শুধুমাত্র কল্পনা করে লেখা হয়নি বরং এ নিয়ে প্রচুর ঐতিহাসিক প্রমাণ সমৃদ্ধ গ্রন্থও রয়েছে যা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রকাশিত হয়েছে। তবে উপন্যাসের ধারাবাহিকতা বজায় রাখার জন্য কিছু স্থানে কল্পনার আশ্রয় নেওয়া হয়েছে। নতুন তথ্যে সম্বলিত উপন্যাসটির গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে। স্বভাবতই উপন্যাসটি চিন্তাশীল পাঠক পাঠিকার প্রাণ স্পর্শ করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।
Specification
Titel: | শাহজাদা আওরঙ্গজেব |
---|---|
Author | মুহাম্মাদ আব্দুল আলিম |
Publication: | দেশ প্রকাশন (ভারত) |
ISBN: | 978-93-81678-94-7 |
Edition: | 2022 |
Number of Pages: | 160 |
Country: | India |
Language: | Bangla - বাংলা |