সেই প্রাচীন যুগ থেকে বাংলার লোকনাটককে আজও যাঁরা বহন করে নিয়ে চলেছে তারা সমাজের ব্রাত্য মানুষ। নিম্নবর্গীয় এই মানুষেরা কেউ ক্ষেত মজুর, কেউ ভ্যান চালক, কেউ গ্রীল কারখানার শ্রমিক, কেউ ফেরিওয়ালা, কেউ মাছ বা আনাজ বিক্রেতা। হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের এই মানুষরাই সারাদিনের পরিশ্রম শেষে সন্ধ্যায় অবসরে মহড়া দেয়। এরাই অভিনেতা, পরিচালক, গীতিকার, সুরকার, নৃত্যশিল্পী, বাদ্যযন্ত্রী। পুরাণের গল্প অবলম্বণে এদের লেখায় দেবতারা মাটিতে নেমে আসেন। লৌকিক দেবদেবীরা সাধারণ মানুষের মত ঝগড়া, খুনসুটি করেন। সামাজিক নাটকে উঠে আসে নিজেদের জীবন। শিষ্ট নাটকের মত নিয়ম নীতি, আইন কানুনের বেড়াজাল নেই, লোকনাটক তাই স্বতস্ফূর্ত। দর্শকরা এদের নাটকে নিজেদের পরিবার, সমাজ জীবনের কথা অনুভব করেন। এরা কেমন করে দক্ষ অভিনেতা, দক্ষ বাদ্যযন্ত্রী, দক্ষ সুরকার, দক্ষ নাট্যকার-পরিচালক হয়ে ওঠেন তা জানতে এদের সঙ্গে মেলামেশা বা যোগাযোগ স্থাপন জরুরী। বাংলার লোকনাটকে কত না আঙ্গিক কত না ধারা জেলাগুলির অন্দরে। তারই খোঁজ মিলবে এই পুস্তকে।
Specification
Titel: | বাংলার লোকনাট্য: নিম্নবর্গীয় সংস্কৃতি চর্চার দলিল |
---|---|
Author | তপনকুমার সেন |
Publication: | দেশ প্রকাশন (ভারত) |
ISBN: | 978-93-81678-03-9 |
Edition: | 2022 |
Number of Pages: | 272 |
Country: | India |
Language: | Bangla - বাংলা |