শব্দের সাহায্যে কি ছবি আঁকা সম্ভব? রঙ তুলিতে আঁকা প্রতিমার মতো অবয়ব সেখানে গড়ে উঠতে পারে? হয়তো পারে, তবে এই দুইয়ের মধ্যে খানিক ফারাক তো আছেই। কথার টানাপোড়েনে বোনা ছবি মনের গভীরে প্রশ্নের আলপনা এঁকে চলে। আর চিত্রপটে তুলির যে আঁচড় তার চলন আলাদা। এদের মধ্যে মিল অবশ্যই থাকে। কথা যেখানে থেমে যায় শব্দের ইশারায়, সেখানে যেন ছড়িয়ে পড়ে রঙের প্যালেট। আর স্বয়ং ছবি-আঁকিয়ে যদি কলম ধরেন, তখন অক্ষরের সেই চিত্রমালা আরো সজীব হয়ে ওঠে। ঠিক যেমনটা হয়েছে এই বইয়ের পাতায় পাতায়। এর ভাবনা-জাগানো লেখায় টান টান হয়ে ওঠে পাঠকের হৃদয়। সঙ্গে হাত ধরাধরি করে এগিয়েছে মহাশিল্পীদের আঁকা একগুচ্ছ ছবি - যা নিঃসন্দেহে মনকে নাড়া দিয়ে যাবে।
Specification
Titel: | শব্দের ছবি কথার কোলাজ |
---|---|
Author | সুশোভন অধিকারী |
Publication: | উড়োপত্র |
ISBN: | 978-81-954086-5-8 |
Edition: | 1st print, 2022 |
Number of Pages: | 180 |
Country: | India |
Language: | Bangla - বাংলা |